উড়তে থাকা আর্সেনালকে মাটিতে নামালো ম্যানচেস্টার ইউনাইটেড
প্রিমিয়ার লিগ টেবিল-টপার আর্সেনালকে সিজনের প্রথম হারের স্বাদ দিলো ম্যানচেস্টার ইউনাইটেড। এই দিয়ে টানা ৪ ম্যাচ জয়ের দেখা পেলো টেন হ্যাগ শিষ্যরা। ম্যাচের ৩৫ মিনিটে রাশফোর্ডের প্যাস থেকে গোল করে দলকে এগিয়ে নেয় অভিষিক্ত ব্রাজিলিয়ান উইঙ্গার এ্যান্টোনি। বিরতির পর গ্যানার্সদের সমতায় ফেরায় বাকায়ো সাকা।
সমতায় ফিরেই খেলার গতি এবং আক্রমণে ধার বাড়ায় আর্সেনাল। কিন্তু ৬৬ মিনিটে কাউন্টার এট্যাকে ব্রুনো ফার্নান্দেজের এসিস্টে গোল করে রাশফোর্ড, ফলে দ্বিতীয় দফায় এগিয়ে যায় রেড ডেভিলরা। এরপর ৭৫ মিনিটের সময় আর্তেতা বাহিনীর কফিনে শেষ পেরেক ঠুকে দেয় রাশফোর্ড, এবার এসিস্ট ক্রিস্টিয়ান এরিকসেনের।
এরপর দু’দলই বেশ কিছু আক্রমণ করলেও তা আর ফলপ্রসূ হয়নি। ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। আজও বেঞ্চ থেকে শুরু করে দ্বিতীয়ার্ধে কিছু মিনিট খেলেছে পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় মার্কোস রাশফোর্ড। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে ৫ম স্থানে উঠে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড। অপরদিকে হারলেও সমান ম্যাচে ১৫
পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।