গুরু-শিষ্যের রোমাঞ্চকর লড়াই!
বার্সার সাবেক গোলরক্ষক হুয়াল কার্লোস উনজুর জন্য ন্যু ক্যাম্পে আয়োজিত স্বাগতিক বার্সেলোনা ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মধ্যকার প্রস্তুতি ম্যাচটি ৩-৩ গোলের ড্র হয়েছে। ম্যাচটি ফ্রেন্ডলি হলেও পুরো ম্যাচজুড়ে ছিল গুরু শিষ্যের স্নায়ু চাপ। হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে বসে উপভোগ করেছেন প্রায় ৯২ হাজার দর্শক। ম্যাচের উপার্জিত পুরো অর্থ ব্যয় করা হবে কার্লোসের চিকিৎসার্থে।
ম্যাচের শুরুতে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ১২ মিনিটে ফরোয়ার্ড জুলিয়ান আরবাজের গোলে লিড নেয় ব্লুজরা। তবে ম্যাচে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি কাতালান ক্লাবটি। ১৪ মিনিটেই বার্সার আমবেয়াং গোল করে দলকে সমতায় ফেরান। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায় ।
দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে মিডফিল্ডার ফ্রেঙ্ক ডি জং এর করা গোলে লিড নেয় বার্সা। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি ইংলিশ জায়ান্টরা। চার মিনিট পরেই সাঞ্চেলোর এসিস্ট থেকে মিডফিল্ডার কোল পামার ব্লুজদের দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা আনেন। ৭৯ মিনিটের মাথায় মেম্পিস ডিপাইর গোলে ম্যাচে ফের একবার এগিয়ে যায় বার্সা।
ম্যাচের শেষদিকে বার্সার জয় যখন এক প্রকার নিশ্চিত; তখনই অতিরিক্ত সময়ের ৮ মিনিটের মাথায় আর্লিং হল্যান্ডের উপর করা একটি ফাউলের কারণে সিটি পেয়ে যায় পেনাল্টি। সেই পেনাল্টি থেকে রিয়াদ মাহারেজ বার্সার জালে বল জড়িয়ে গার্দিওলা শিষ্যদের হার এড়ান।