খেলার মাঠে সবার আগে
Nsports-logo

মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪

আটক সাবেক বার্সা প্রেসিডেন্ট

0

সোমবার সকালে ক্লাবে পুলিশের তল্লাশির বিষয়টি বিকেলে বিবৃতি দিয়ে জানায় বার্সেলোনা। বিবৃতিতে তদন্তে পুলিশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে কাতালান ক্লাবটি। তবে মোট কতজন গ্রেপ্তার হয়েছেন, তা নিশ্চিত জানা যায়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বার্তোমেউয়ের আইনজীবীদের তাৎক্ষনিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ভাবমূর্তি নষ্ট করতে বার্সেলোনা ‘আইথ্রি’ নামের একটি প্রতিষ্ঠান ভাড়া করেছিল বলে গত ফেব্রুয়ারিতে খবর বেরিয়েছিল। এ বিষয়ে অভিযোগের আঙুল ছিল বার্তোমেউয়ের দিকে। যদিও তা অস্বীকার করেছিলেন তিনি। পুলিশের এই অভিযান সেই ঘটনার সঙ্গে যুক্ত বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

ওই ঘটনার দুই মাসের মধ্যে গত এপ্রিলে ক্লাবের দুর্বল ব্যবস্থাপনার কথা জানিয়ে এক সঙ্গে পদত্যাগ করেছিলেন ছয় জন পরিচালক। গত মৌসুম শেষে পরিস্থিতি হয় আরও ঘোলাটে। এক যুগে প্রথম ট্রফিশূন্য মৌসুম পার করা এবং লিওনেল মেসির ক্লাব ছাড়তে চাওয়ার ঘোষণার পর প্রবল চাপের মুখে গত অক্টোবরে পদত্যাগ করতে বাধ্য হন বার্তোমেউ।

আগামী রোববার ক্লাবটিতে নতুন সভাপতি নির্বাচনে ভোট হবে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy