উয়েফা সুপার কাপ জিতে মৌসুম শুরু রিয়াল মাদ্রিদের
গেল মৌসুমটা শেষ করেছিল চ্যাম্পিয়ন্স লিগ জিতে। নতুন মৌসুমটা শুরু করল ঠিক শিরোপা দিয়েই। উয়েফা সুপার কাপের ফাইনালে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর এ নিয়ে পঞ্চমবারের মত টুর্নামেন্টটির শিরোপা ঘরে তুলল লস ব্লাঙ্কোসরা।
ফিনল্যান্ডের রাজধানী হেলিনেস্কিতে অনুষ্ঠিত এ ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নে কার্লো আনচেলেত্তির শিষ্যরা। ইউরোপাজয়ী ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচটা কঠিন হওয়ার কথা ছিল না রিয়াল মাদ্রিদের। প্রতিপক্ষের সাম্প্রতিক ফর্মটা যে কথা বলছিল না তাদের পক্ষে।
ম্যাচের ৩৭ মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ক্যাসিমিরোর হেড থেকে পাওয়া বল ডিফেন্ডার আলাবা ফ্রাঙ্কফুর্টের জালে জড়িয়ে দেন। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। ভিনিসিয়ুস জুনিয়রের এসিস্ট থেকে দারুণ ফিনিশে এই ফরাসি তারকা রিয়ালের জয় নিশ্চিত করে দেন
এই শিরোপাজয়ের ফলে সুপার কাপ ইতিহাসে সর্বোচ্চ শিরোপার রেকর্ড গড়ে ফেলল রিয়াল। এর আগে সবচেয়ে বেশি ৫ বার শিরোপা জেতার কৃতিত্ব ছিল বার্সেলোনা ও এসি মিলানের। সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন বেনজেমারা, এর আগে ২০০২, ২০১৪, ২০১৬, ২০১৭ সালে শিরোপা জিতেছিল দলটি।