টি-টোয়েন্টির অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ক্রিকেটার, জানালেন পাপন
আর মাস দেড়েক পরই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে চলতি মাসের শেষের দিকে শুরু হচ্ছে কুড়ি ওভারের ফরম্যাটে এশিয়া কাপ। দল তো দূরের কথা অথচ এখনো এই ফরম্যাটের জন্য অধিনায়কই ঠিক করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে শীঘ্রই এর সমাধান হবে বলে আশার বাণী শুনিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। আজ (বৃহস্পতিবার) মিরপুরে বিসিবি কার্যালয়ে ষষ্ঠ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান।
টি-টোয়েন্টির অধিনায়ক নিয়ে পাপন বলেন, আমাদের হাতে সাকিব আল হাসানসহ মোট চারটি নাম এসেছে। এদের মধ্যে থেকে বেছে নেয়া হবে এশিয়া কাপ ও বিশ্বকাপের অধিনায়ক। শর্ট লিস্টে আছেন মাহমুদউল্লাহও।
তিনি আরো বলেন, ‘আগে লিটনের নাম এসেছে। এরপর অনেকেই সোহানের কথা বলেছে যে ও ভবিষ্যতে ভালো করতে পারে। তবে যাকেই বানাই না কেন, তার সঙ্গে তো কথা বলতে হবে। কিছু শর্ত আছে। সেগুলো ঠিক করে নিতে হবে। শিগগিরই আপনারা জানতে পারবেন।’
পাপন বলেন, ‘যে চারজনের কথা বললাম তাদের সঙ্গে বসতে হবে। সোহান চোটে আছে। বাকিটা বলে দিলে তো সবই জেনে যাবেন। সাকিব হচ্ছে কি হচ্ছে না, সেটা এখন বলব না।’
এদিকে, শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিমার্ণের দায়িত্ব পেয়েছে অস্ট্রেলিয়ান কোম্পানি পপুলাস আর্কিটেকচার। এমন খবর জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট। সেখানে নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বলেও জানান তিনি।