স্টোকসের বিদায়ী ম্যাচ রাঙাতে পারল না ইংল্যান্ড
একদিনের ক্রিকেটে বেন স্টোকসের বিদায়ী ম্যাচ স্মরণীয় হল না। ম্যাচে বল হাতে সফল হতে পারেননি স্টোকস, ব্যাট হাতেও ছিলেন নিষ্প্রভ। আর সবকিছুর শেষে হেরেছে তার দল। ম্যাচে ৬২ রানের ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। আর তাই তিন ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে জস বাটলাররা।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৩ রানের বড় স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। কিছুটা অবাক করার মতো হলেও, প্রোটিয়া ইনিংসে কোনও ওভার বাউন্ডারি নেই। ১১৭ বলে ১৩৪ রানের অনবদ্য ইনিংস রাসি ভ্যান ডার ডুসেনের। এছাড়া অর্ধশতরান করেছেন জানেমান মালান (৫৭) এবং এইডেন মার্করাম (৭৭)।
জবাবে ৪৬.৫ ওভারে ২৭১ রানেই শেষ ইংল্যান্ডের ইনিংস। জনি বেয়ারস্টো এবং জো রুট অর্ধশতরানের ইনিংস খেললেও যথেষ্ট ছিল না। বেন স্টোকস বিদায়ী ওয়ানডেতে করলেন মাত্র ৫ রান।