অফসাইড জটিলতা এড়াতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
কাতার বিশ্বকাপে দেখা যাবে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। তাইতো বিশ্বকাপে অফসাইড নিয়ে নির্ভুল সিদ্ধান্ত নিতে; এসেছে সবচেয়ে আধুনিক সেমি-অটোমেটেড প্রযুক্তি। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। যার ফলে অফসাইড নিয়ে নির্ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে আরও কম সময়ে।
যে প্রযুক্তির মাধ্যমে অফসাইড ধরা হবে তার নাম সেমি-অটোমেটেড। দ্রুত সিদ্ধান্ত নিতে রেফারিদের সহায়তা করবে এটি। সেমি-অটোমেটেড প্রযুক্তিটি পরিচালনা করার জন্য ভিডিও রেফারিং টিম ও অন ফিল্ড রেফারি থাকবে। শুক্রবার এ প্রযুক্তি উপস্থাপন করেন ফিফার ডেপুটি ডিরেক্টর জোহানমেস হোলজমুলার।
কতৃপক্ষ জানিয়েছে, এই প্রযুক্তিতে বলের ভেতর একটি সেন্সর লাগানো থাকবে। ওই সেন্সরটি প্রতি সেকেন্ডে ৫০০ বার তথ্য পাঠাতে পারবে। অন্যদিকে স্টেডিয়ামের ছাদের নিচে থাকবে ১২টি ক্যামেরা। ফলে কোনো খেলোয়াড় যদি অফসাইড পজিশনে থাকেন, তাহলে দ্রুত তথ্য পাঠিয়ে প্রযুক্তিটি রেফারিদের সাহায্য করবে।
আগামী ২১ নভেম্বর বসবে কাতার বিশ্বকাপের আসর। ৩২ দলের এই আসরের পর্দা নামবে ১৮ ডিসেম্বর।