তিন দিনেই শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
তিন ফরম্যাটের সফরে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে হার মানে সফরকারী অস্ট্রেলিয়া দল। তবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে দাপটের সাথে জয় তুলে নিলো অজিরা। ১০ উইকেটের ব্যবধানে জয় তুলে নিল প্যাট কামিন্সের দল।
গলে নিজেদের প্রথম ইনিংসে নিরোশান ডিকভেলার ফিফটি (৫৮) এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের ৩৯ রানে ভর করে ২১২ রান জড়ো করে শ্রীলঙ্কা। জবাবে ৩২১ রানে থামে অজিদের প্রথম ইনিংস। তৃতীয় দিনের শুরুতেই সফরকারীদের অলআউট করে শ্রীলঙ্কা। তাই ১০৯ রানের লিড তাড়া করে অস্ট্রেলিয়াকে বড় টার্গেট ছুঁড়ে দেয়ার সুযোগ ছিল স্বাগতিকদের।
তবে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে মাত্র ২২.৫ ওভার ক্রিজে টিকলো লঙ্কানরা। নাথান লায়ন আর ট্রাভিস হেডের ঘূর্ণিতে ১১৩ রানেই গুটিয়ে গেছে লঙ্কানদের ইনিংস। ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫ রানের। ডেভিড ওয়ার্নার রমেশ মেন্ডিসের প্রথম দুটি বল দেখে খেলেন। তৃতীয় বলেই হাঁকান বাউন্ডারি।
লাগতো এক রান। চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচের ইতি টানেন অজি ওপেনার। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো প্যাট কামিন্সের দল।