হার দিয়ে বাছাইপর্ব শুরু বাংলাদেশের
এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। বাহরাইনের হয়ে গোল দুইটি করেছেন আব্দুল্লাহ হারাম ও কামিল আল আসওয়াদ।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে রক্ষণে মনোযোগ ছিল বাংলাদেশের। যার ফলশ্রুতিতে গেল ম্যাচে ইন্দোনেশিয়া বিপক্ষে খেলা একই একাদশ নিয়ে ৪-১-৪-১ ছকে ফিফা ৯৯ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে মাঠে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
রক্ষণাত্মক ফুটবল খেলে ম্যাচের ৩৩ মিনিট পর্যন্ত বাহরাইনকে রুখতে সক্ষম হলেও, ম্যাচের ৩৪ মিনিটে কর্ণার থেকে আসা বলে হেডে গোল করে বাহরাইনকে ১-০ গোলে এগিয়ে দেন ফরোয়ার্ড আব্দুল্লাহ হারাম। এর ঠিক আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বাহরাইন। এবার অবশ্য কর্নার থেকে আসা বল বাংলাদেশের ডিফেন্ডাররা হেডে আংশিক ক্লিয়ার করলে ডি-বক্সের বাইরে বাহরাইনের মিডফিল্ডার আল আসওয়াদের পায়ে পড়লে। দূর থেকে জোরালো শটে বল জালে জড়িয়ে বাহরাইনের ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার।
বিরতির পরের ১০ মিনিটে আরো দুবার বাহরাইনকে হতাশ করেছে বাংলাদেশের রক্ষণভাগ। ৫৫ মিনিটে আনিসুর রহমান জিকোকে একা পেয়েও বল পোস্টে ঠেলতে পারেননি বাহরাইন ডিফেন্ডার রাশেদ আলহুতি। তার শট ফিরিয়ে দেন জিকো। বাকি সময়ে কোনো দল আর গোল করতে না পারায় ফলে ২-০ গোলের জয়ে মাঠ ছাড়ে বাহরাইন।
আগামী ১১ জুন বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৪ জুন শেষ ম্যাচে লাল-সবুজ জার্সিধারীদের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া। দুটি ম্যাচেরই ভেন্যু বুকিত জালিল জাতীয় স্টেডিয়াম।