ফ্রান্সকে রুখে দিল ক্রোয়েশিয়া
এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না ফ্রান্স। সোমবার রাতে উয়েফা নেশনস লিগের ম্যাচে ফরাসিদের রুখে দিয়েছে ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপের দুই ফাইনালিস্টের লড়াইটা ১-১ গোলে অমীমাংসিত থেকে গেছে। আদ্রিও রাবিওর গোলে ফ্রান্স এগিয়ে যাওয়ার পর সমতা টানেন আন্দ্রেজ ক্রামারিচ।
সোমবার রাতে ক্রোয়েশিয়ার শহর স্প্লিতে লিগ ‘এ’-এর গ্রুপ ওয়ানের ম্যাচে ক্রোয়াটদের সঙ্গে প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় তারা। ৫২ মিনিটে ক্রোয়েশিয়ার জালে বল জড়িয়ে ফ্রান্সকে উচ্ছ্বাসে ভাসান আদ্রিও রাবিও।
এই গোলের ওপর দাঁড়িয়ে জয়ের অপেক্ষাতেই ছিল ফ্রান্স। কিন্তু ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে ক্রোয়াটদের সমতায় ফেরান আন্দ্রেজ ক্রামারিচ। প্রতিযোগিতায় এই ম্যাচেই প্রথম পয়েন্ট পেল ক্রোয়েশিয়া। আগের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে হেরেছিল তারা। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে এখন ডেনমার্ক।