মেসি একাই পাঁচ! রোনালদোর জোড়া গোলে পর্তুগালের জয়
আর্জেন্টিনার জার্সিতে নতুন নজির গড়লেন লিওনেল মেসি। রবিবার এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে পাঁচ গোলে জিতল আর্জেন্টিনা। পাঁচটি গোলই মেসির। মেসির কীর্তিগড়ার রাতে আলো ছড়ালেন রোনালদো। নেশনস লীগে সুইজারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। ম্যাচে ৪-০ গোলের বড় জয় পেয়েছে তার দল।
এই প্রথম আর্জেন্টিনার জার্সিতে একাই পাঁচ গোল করারকৃতিত্ব দেখালেন তিনি। এর আগে ক্লাব ফুটবলে বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে তিনি পাঁচ গোল করেছিলেন।
ম্যাচের প্রথম গোল করেন মেসি আট মিনিটে পেনাল্টি থেকে। এস্তোনিয়ার মাতভেই ইগোনেন পেনাল্টি অঞ্চলে ফাউল করে বসায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। মেসির দ্বিতীয় গোল ৪৫ মিনিটে। পাপু গোমেজ়ের পাস থেকে ২-০ এগিয়ে দেন তিনি।
বিরতির পরেই নিজের অষ্টম আন্তর্জাতিক হ্যাটট্রিক করেন মেসি ডান দিক থেকে আসা ক্রস জালে জড়িয়ে। ৭১ মিনিটে ফের ব্যবধান বাড়ান মেসি সহজতম গোলে। তার পাঁচ মিনিট পরেই নিজের পাঁচ নম্বর গোল করতে ভুল করেননি সদ্য মহাদেশীয় চ্যাম্পিয়ন দলের অধিনায়ক।
আর এই প্রথম আর্জেন্টিনার জার্সিতে একাই পাঁচ গোল করার কৃতিত্ব দেখালেন তিনি। এর আগে ক্লাব ফুটবলে বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে তিনি পাঁচ গোল করেছিলেন।
রাতে লিসবনে অনুষ্ঠিত নেশনস লীগের ‘বি’ গ্রুপের ম্যাচে ১৫তম মিনিটে কারভালহোর গোলে লিড নেয় পর্তুগাল। ৩৫তম মিনিটে ব্যবধান বাড়ান রোনালদো। চার মিনিট বাদে পেয়ে যান দ্বিতীয় গোল। ৬৮তম মিনিটে পর্তুগালের চতুর্থ গোলটি করেন হোয়াও ক্যানসেলো।