শেষ মুহূর্তের গোলে হার এড়াল পর্তুগাল
উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার এড়াল পর্তুগাল। দারুণ পারফরম্যান্সে ম্যাচের প্রথম ভাগে আলভারো মোরাতার গোলে এগিয়ে পুরো ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করতে থাকা স্পেন। শেষ দিকে পর্তুগালের হয়ে সাত বছর পর দেশের হয়ে মাঠে নামা রিকার্দো হোর্তা গোলে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুইদল।
নিজেদের মাঠ ভেনিতো ভিলামারিন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থেকে পাশাপাশি আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। যার সুবাদে ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় স্পেন।
দারুণ পারফরম্যান্সে আলো ছড়ানো গাভি মাঝমাঠ থেকে বল পাস দেয় পাবলো সারাবিয়ার পায়ে। সেই সারাবিয়া পাস দেয় মোরাতাকে, আর সেখানে বিনা বাধায় নিচু শটে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন য়্যুভেন্তাস ফরোয়ার্ড।
এরপর পর্তুগালকে বিরতির আগে সমতায় ফেরাতে পারতেন ফরোয়ার্ড রাফায়েল লিয়াও ও স্ট্রাইকার আন্দ্রে সিলভা। কিন্তু অল্পের জন্য তারা লক্ষ্যের দেখা পাননি। ফলে ১-০ গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় রোনালদোর পর্তুগাল।
বিরতি থেকে ফিরে প্রথমার্ধে আক্রমণে বিবর্ণ পর্তুগাল দ্বিতীয়ার্ধে দারুণ খেললেও তেমন সুবিধা করতে পারছিল না। ৫৯তম মিনিটে ভালো একটা সুযোগ পেয়েও ফের ব্যর্থ হন রাফায়েল লেয়াও। উল্টো স্পেনের হয়ে ৬৪তম মিনিটে আরেকটি ভালো সুযোগ তৈরি করেছিলেন মোরাতা। কিন্তু বাঁ পোস্ট ঘেষে বল চলে যায় মাঠের বাইরে।
এরপর শেষ পর্যন্ত ম্যাচের ৮২ মিনিটে জোয়াও ক্যানসেলোর পাস ধরে বল জালে জড়িয়ে লিয়াওয়ের বদলি হিসেবে নামা হোর্তা গোলে হার এড়ায় পর্তুগাল। জাতীয় দলের হয়ে এটি তার মাত্র দ্বিতীয় ম্যাচ, আর গোল পেলেন এই প্রথম।
অন্যদিকে স্পেন-পর্তুগালের ড্র করার দিন এ লিগের দুই নম্বর গ্রুপের গ্রুপে অন্য ম্যাচে সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্র। প্রথম ম্যাচের পর পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান করছে চেক প্রজাতন্ত্র। পরের দুইটি স্থানে রয়েছে পর্তুগাল ও স্পেন। সবার নিচে সুইসরা।