‘আমরা কিংবদন্তি’ চ্যাম্পিয়ন হয়ে গার্দিওলা
গার্দিওলা আগেই বলেছিলেন, তার কাছে প্রিমিয়ার লিগের শিরোপা জয় করা চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জেতার চেয়েও কঠিন। রোববার রাতে অ্যাস্টন ভিলাকে হারিয়ে সেই গার্দিওলার কাছেই ধরা দিল ইপিএলের শিরোপা। এই টাইটেল জিতে নিজেদের কিংবদন্তিই মনে করছেন সিটিজেনদের কোচ।
২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে দলকে চার বার লিগ টাইটেল জেতালেন গার্দিওলা। এ নিয়ে ৬ বার প্রিমিয়ার লিগের শিরোপা উঠল সিটির ঘরে। তাই বেজায় খুশি গার্দিওলা।
প্রতিদ্বন্ধিতাপূর্ণ শেষ রাউন্ডে রোববার রাতে শুরুতে দুই গোলে পিছিয়ে পড়ে তারা। শেষ পাঁচ মিনিটের ঝড়ে ৩-২ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে ২০২১-২২ মৌসুমের লিগ শিরোপা নিজেদের করে নেয় পেপ শিষ্যরা।
হাজারও হিসেব নিকেশ কষে লিভারপুলের চেয়ে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছে সিটি। মৌসুম শেষে ৯৩ পয়েন্ট সিটির আর রানার্সআপ লিভারপুলের পয়েন্ট ৯২।
টানা দ্বিতীয়বার প্রিমিয়ার লিগের টাইটেল ধরে রাখতে পেরে আনন্দে ভাসছেন সিটিজেন কোচ গার্দিওলা। ভিলার বিপক্ষে ম্যাচের পর স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা কিংবদন্তি। এই দেশে (ইংল্যান্ডে) গত পাঁচ মৌসুমের মধ্যে চার বার আমরা প্রিমিয়ার লিগ জিতেছি, এটা সম্ভব হয়েছে কারণ ছেলেরা খুব, খুব স্পেশাল। আমাদের সবাই মনে রাখবে। আমার এখন পরের মৌসুম নিয়ে ভাবার শক্তি বা ইচ্ছা নেই। কারণ আমরা আবার চ্যাম্পিয়ন হয়েছি।”