করোনা আক্রান্ত সাকিব, ছিটকে গেলেন প্রথম টেস্ট থেকে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর করা পরীক্ষায় তিনি পজিটিভ হলেন। যার জন্য ছিটকে গেলেন শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট থেকে।
বিসিবি’র চিকিৎসক মনজুর হোসেন বলেন, ‘সাকিব আল হাসান গতকাল দেশে এসেছেন। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় তিনি পজেটিভ হয়েছেন। তিনি এখন নিজের বাসায় আইসোলেশনে আছেন।’
উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষ করে শ্রীলঙ্কা সিরিজের আগে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সাকিব। সেখান থেকে টেস্ট সিরিজে খেলার জন্য দেশে ফিরেছেন সোমবার। দেশে ফেরার পর করা পরীক্ষায়ই করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন তিনি।