চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পেল বার্সা, ব্রাইটনের মাঠে বিধ্বস্ত ম্যান ইউ
আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশা নিয়ে বেতিসের বিপক্ষে মাঠে নামে বার্সা। তবে ম্যাচে হোঁচটের শঙ্কা উড়িয়ে জর্দি আলবার শেষ মিনিটের গোলে রোমাঞ্চকর জয় পেয়েছে কাতালানরা। অন্যদিকে টটেনহ্যামের সাথে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। ব্রাইটনের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হলো ম্যানচেষ্টার ইউনাইটেড।
লা লিগায় শনিবার রাতে বেতিসের মাঠে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা।
প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে তারা এগিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য করে বেতিস। ছয় শটের তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে বার্সেলোনা তিন শটের দুটি ছিল লক্ষ্যে
গোলশূণ্য প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের ৭৫তম মিনিটে আসে গোল। বার্সেলোনাকে এগিয়ে নেন আনসু ফাতি। সতীর্থের আড়াআড়ি ক্রস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে এই তরুণ ফরোয়ার্ডের ডান পায়ের নিখুঁত শট পোস্ট ঘেঁষে জালে জড়ায়।
মাত্র তিন মিনিটে বেতিসকে সমতায় ফেরান মার্ক বাত্রা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচ। যোগ করা সময়ে দানি আলভেসের ক্রসে দারুণ ভলিতে তা উড়িয়ে দেন আলবা। ফলে ২-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
রাতের অন্য ম্যাচে, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার রাতে দুই দলের প্রাণবন্ত লড়াই শেষ হয়েছে ১-১ সমতায়। লিভারপুলের শত আক্রমন ঠেকানোর পর ৫৬তম মিনিটে এগিয়ে যায় টটেনহ্যাম। হ্যারি কেইনের বাড়ানো বলে এগিয়ে নেন সন হিউং-মিন।
৭৪তম মিনিটে সৌভাগ্যের গোল সমতা ফেরায় লিভারপুল। ডি বক্সের বাইরে থেকে দিয়াসের শট রদ্রিগো বেন্তানকুরের পায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে।
রবিবারের ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-০ গোলে জিতেছে ব্রাইটন। মোইসেস কেইসেদো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্ক কুকুরেইয়া। পাসকেল গ্রসের গোলের পর ফল নিয়ে অনিশ্চয়তা প্রায় শেষ করে দেন লিওনার্দো ট্রসার্ড।