চেলসির মালিক হতে যাচ্ছেন মার্কিন ধনকুবের টড বোহেলি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে মে মাসের শেষের দিকে রোমান আব্রামোভিচের স্থলাভিষিক্ত হবেন তিনি।
ইংলিশ ক্লাব চেলসির সাথে একচেটিয়া আলোচনা চালিয়ে যাওয়ার পর উভয় পক্ষের সম্মতিতে ক্লাবটি কেনার চুক্তিতে ইতোমধ্যে স্বাক্ষর করে ফেলেছে টড বোহেলির কনসোর্টিয়াম। ম্যাট ল অনুসারে, চুক্তিটি সম্পন্ন হয়েছে ৪ বিলিয়ন ডলারের মূল্যে।
টড বোহেলির ব্লুজদের কেনার চুক্তিটি ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের অনুমোদন হাতে পেয়েছে। এখন শুধু যুক্তরাজ্য সরকারের অনুমোদন পাওয়ার অপেক্ষায়।প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হলে মে মাসের শেষের দিকে ইংলিশ ক্লাবটির পুরোপুরি মালিক বনে যাবেন বোহেলি।
টড বোহেলির মালিকানায় আছে আমেরিকান পেশাদার বেসবল দল লস অ্যাঞ্জেলেস ডজার্স। মার্কিন ধনকুবের বোহলি গ্রুপের মধ্যে রয়েছে সুইস বিলিয়নেয়ার হ্যান্সজর্গ উইস এবং ব্রিটিশ সম্পত্তি বিনিয়োগকারী জোনাথন গোল্ডস্টেইন।