ফেরানের গোলে হার এড়াল বার্সা
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্বাগতিক ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ১-১ গোলে করেছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই দৃষ্টিনন্দন গোল করে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টকে এগিয়ে নেন নাউফ। এরপর ফেরান তোরেসের গোলে হার এড়ায় জাভি হার্নান্দেজের দল।
‘অচেনা’ প্রতিপক্ষ্য আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সফরকারী বার্সেলোনা বিপক্ষে। যার ফলস্বরূপ প্রথমার্ধে আইনট্রাখটের আট শটের তিনটিই গোলপোস্টের লক্ষ্যে। বিপরীতে বার্সেলোনার দুই শটের একটি লক্ষ্যে।
প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দুই দলই বেশ সুযোগ তৈরি করেছিল। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় পারফেক্ট ফিনিশিং এ ব্যর্থ দুইদলই। ম্যাচের ষষ্ঠ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফ্রাঙ্কফুর্টের সুইস মিডফিল্ডার জিবরিল সো। ডি-বক্সের ডান দিক থেকে লিন্ডস্ট্রোমের বাড়ানো বলে গোলপোস্ট ফাঁকা পেয়েও বাহিরে মারেন জিবরিল সো।
প্রথমার্ধে গোল শূন্য ব্যবধানে দুইদল মাঠ ছাড়লেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই শুরুতে চমৎকার এক গোলে এগিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। ডি-বক্সের সামনে থেকে জোরাল হাফ ভলিতে ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন জার্মান উইঙ্গার আন্সগার।
এরপর ম্যাচের ৬৬ মিনিটে ফেরান তোরেসের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। দারুণ দলীয় কম্বিনেশনে গোল পায় বার্সা। দেম্বেলে, ডি ইয়ংয়ের পা ছুঁয়ে বল পেয়ে জাল খুঁজে নেন তোরেস।
এরপর ম্যাচের ১২ মিনিট বাকি থাকতেই দশ জনের দলে পরিণত হয় ফ্রাঙ্কফুর্ট। ৬১ মিনিটের পর ম্যাচের ৭৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার তুতা। বাকি সময় দশ জন নিয়ে খেলেও বার্সেলোনাকে আটকে দেয় ফ্রাঙ্কফুর্ট।
আর এতেই ১-১ সমতায় মাঠ ছাড়ে দুই দল। আগামী ১৪ই এপ্রিল দিবাগত রাতে ন্যু ক্যাম্পে ফিরতি লেগে আবারও মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে যারা জিতবে তাদেরই নিশ্চিত হবে সেমিফাইনালের টিকেট।