এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে বিধ্বস্ত রিয়াল
ঘরের মাঠ সান্তিয়াগো বার্ন্যাব্যুতে বার্সেলোনার কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত ফুটবল খেলে লা লিগা টেবিল টপারদের ৪-০ গোলে উড়িয়ে দিলো কাতালান জায়ান্টরা। দলের হয়ে জোড়া গোল করেছেন আবেমেয়াং। এছাড়া একটি করে গোলের দেখা পেয়েছেন রোনাল্ড আরোহো ও ফেররান তোরেস।
রোববার রাতে স্প্যানিশ লা লিগায় মৌসুমের শেষ এক ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বার্নাব্যুতে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলে নজর কাড়ে জাভির শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই বল দখল এগিয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে বার্সা।
সেই সুবাদে ম্যাচের ২৯তম মিনিটে কাঙ্ক্ষিত প্রথম গোলের দেখা পায় সফরকারীরা। উসমান দেম্বেলে ডান দিক থেকে দারুণ ক্রস বাড়ান আর কোনাকুনি হেডে ঠিকানা খুঁজে নেন অবামেয়াং। এরপর প্রথমার্ধে আরও একবার গোলের উল্লাসে মাতার সুযোগ পায় বার্সেলোনা। আক্রমণের ধার বাড়িয়ে ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জাভি হার্নান্দেজের দল। দেম্বেলের কর্নারে হেডে লক্ষ্যভেদ করে আরোহো। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সফরকারীরা।
বিরতি থেকে ফিরে আরো আগ্রাসী হয়ে ওঠে বার্সা ফরোয়ার্ডরা। ৪৭ মিনিটে অবামেয়াংয়ের বাড়ানো বলে দলের ব্যবধান বাড়ানোয় ভূমিকা রাখেন ফেররান তরেস। এরপর ম্যাচের ৫১ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন অবামেয়াং। ফেরান তোরেসের পাসে বক্সে ঢুকে কোর্তুয়ার মাথার উপর দিয়ে চিপ শটে লক্ষ্যভেদ করেন অবামেয়াং।
চোটের কারণে খেলতে না পারা করিম বেনজেমার অনুপস্থিতিতে রিয়ালের আক্রমণ ভাগ ছিলো অনেকটাই মলিন। ম্যাচের ৩৯ মিনিট বাকি থাকতেই ৪ গোলে পিছিয়ে পড়ে অনেকটাই ছন্নছাড়া হয়ে পড়ে স্বাগতিকেরা। ফলে ৪-০ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন জাভির শিষ্যরা।
এ জয়ের ফলে লা-লিগার পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ২৮টি ম্যাচ খেলে সংগ্রহ করেছে ৫৩ পয়েন্ট। আর ২৯ ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখনো রিয়াল মাদ্রিদ। এছাড়া সব প্রতিযোগিতা মিলে টানা ১২ ম্যাচ অপরাজিত বার্সা।