ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চট্টগ্রাম প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী
আবাহনী না ফ্রেন্ডস ক্লাব? কে নেবে চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা? অবশেষে সব সমীকরণ, শঙ্কা উড়িয়ে মুজিববর্ষ সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ-২০২২ এর মুকুট নিজেদের করে নিলো শক্তিশালী চট্টগ্রাম আবাহনী। এদিন চট্টল জায়ান্টদের কান্ডারী হয়ে আসেন কাপ্তান আবু বক্কর জীবন।
সোমবার ( ১৪ মার্চ) নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আবাহনীর দেয়া ২৭৮ রানের লক্ষ্যে ফ্রেন্ডস ক্লাব ব্যাট করতে নেমে দ্রুতই টপ অর্ডার ব্যাটারদের হারিয়ে কোনঠাসা হয়ে যায়। দলীয় ৯৮ রানে ফ্রেন্ডসের ওপেনার উদয় ৭১ রান করে প্যাভিলিয়নে ফিরলে পঞ্চম উইকেটে সুমন ও অধিনায়ক ইকবাল বাহারের ৯৩ রানের জুটি ফ্রেন্ডসের ডাগআউটে আশা সঞ্চার করেলেও দলীয় রান দুইশ থেকে এক রান দূরে থাকতেই তাদের নির্ভরযোগ্য ব্যাটার সুমন ৭৭ রানে আউট হলে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে ফ্রেন্ডসের লাইনআপ।
শেষ পর্যন্ত ২৩৫ রানে গুটিয়ে যায় ফ্রেন্ডস ক্লাব। বল হাতে আকাশী-নীলদের অধিনায়ক জীবন ১০ ওভারে নেন চার উইকেট।
এর আগে টসে হেরে চট্টগ্রাম আবাহনী ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৭৮ রান সংগ্রহ করে। ব্যাটে ভালো শুরু পায় তারা। ওপেনার সানজুর ব্যাট থেকে আসে ৪৮ রান। শেষদিকে ফ্রেন্ডসের বোলারদের উপর তান্ডব চালায় অধিনায়ক জীবন। ৫ ছক্কা ৬ চারে ২৬ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এছাড়া ইমরানের ব্যাট থেকে আসে ৩৮ রান।
ব্যাটিংয়ে ৬৬ রান ও বোলিংয়ে ১০ ওভারে ৪ উইকেটের অলরাউন্ডার নৈপুণ্যে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আবাহনী অধিনায়ক আবু বক্কর জীবন। আগামী কাল মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়ন বনাম পাইরেটস অব চিটাগং।