বেনজেমার হ্যাট্রিকে মেসি-নেইমারদের হারিয়ে শেষ আটে রিয়াল
বেনজেমার হ্যাটট্রিকে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে পিএসজি ১-০ গোলে এগিয়ে থাকলেও দুই লেগে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে নেইমার-মেসি-এমবাপ্পেরা।
বুধবার রাতে দ্বিতীয় লেগে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেও শুরুতে এগিয়ে গিয়েছিল তারা। ম্যাচের বল পজিশনে পিছিয়ে থাকলেও আক্রমণের সিংহভাগ ছিলো রিয়ালের। পুরো ম্যাচে রিয়াল ২১ বার হানা দেয় পিএসজি শিবির। যার মধ্যে সাতটি ছিল অনটার্গেট শট। বিপরীতে ১০ বার আক্রমণে যেতে পারা পিএসজি মাত্র দুটি অনটার্গেটে নিতে পেরেছে।
অবশ্য প্রথমার্ধটা ছিল পিএসজির পক্ষেই। প্রথম লেগে গোল করা এমবাপ্পে দ্বিতীয় লেগেও পিএসজিকে লিড এনে দেন। ৩৯তম মিনিটে নেইমারের বাড়ানো বল ধরে দ্রুত ছুটে গিয়ে বল ধরে ডি-বক্সে ঢুকে ঠান্ডা মাথায় পিএসজিকে এগিয়ে নেন এমবাপ্পে।
কিন্তু বিরতির পর পুরো চিত্রটায় পাল্টে দেন করিম বেনজেমা। অবিশ্বাস্য ভাবে ম্যাচের ৬১, ৭৬ ও ৭৮ মিনিটে হ্যাটট্রিক করে রিয়ালকে টিকিট পাইয়ে দেন কোয়ার্টার ফাইনালের। ফলে ৩-২ গোলে পিছিয়ে থেকেই স্বপ্নভঙ্গ হয় পিএসজির।