খেলার মাঠে সবার আগে
Nsports-logo

মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪

হোয়াইটওয়াশ করা গেলোনা আফগানিস্তানকে

0

প্রথম দুই ম্যাচে দারুণ জয়ের পর শেষ ম্যাচে এসে আফগানদের সামনে মুখ থুবড়ে পড়লো বাংলাদেশ দল। সফরকারী আফগানিস্তানের কাছে সিরিজে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হারলো টাইগাররা।

আগে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে মাত্র ১৯২ রানেই গুটিয়ে যায় তামিম ইকবালের দল। জবাবে রহমতউল্লাহ গুরবাজের সেঞ্চুরিতে ৩ উইকেট হারিয়ে ৫৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।

সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতিতে করে বাংলাদেশ দল। প্রথম পাওয়ার প্লে দুই টাইগার ওপেনার মিলে যোগ করেন ৪৩ রান।

ইনিংসের ১১তম ওভারে ভাঙে লিটন-তামিমের উদ্বোধনী জুটি। টানা তিন ম্যাচে আফগান পেসার ফজলহক ফারুকির বলে আউট হন অধিনায়ক তামিম ইকবাল। প্রথম দুই ম্যাচে এলবির শিকার হলেও তৃতীয় ম্যাচে দুর্দান্ত ইনসুইঙ্গারে হয়ে যান বোল্ড। ২৫ বলে ১ চারে তামিম করেন ১১ রান।

এরপর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে লিটনের সাথে ৬১ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। উইকেটে থিতু হয়েও শেষ রক্ষা হয়নি সাকিবের ইনিংসের ২২তম ওভারে আজমতউল্লাহ বলে আউট হয়ে ৩৬ বলে ৩০ রান করে সাজ ঘরে ফিরেন এই টাইগার অলরাউন্ডার।

সাকিবের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। মুশফিক, ইয়াসির, আফিফ, মিরাজ কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি। এক প্রান্ত আগলে হেরে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে থামতে হয় লিটন দাস কে। গত ম্যাচের সেঞ্চুরিয়ান এ দিনে করেন ১১৩ বলে ৮৬ রান।

শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ একা লড়া চালালেও ৪৫.৫ ওভারে অলআউট হয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯২ রান। অন্যদিকে আফগানের হয়ে একাই তিন উইকেট শিকার করেন রশিদ খান।

জবাবে ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই দুই আফগান ওপেনার। রহমানুল্লাহ গুরবাজ ও রিয়াজ হোসেন উদ্বোধনী জুটিতে ৭৯ রান যোগ করে আফগানিস্তান। ১৬তম ওভারে আফগানদের ওপেনিং জুটি ভেঙে বাংলাদেশকে সাফল্য এনে দেন সাকিব আল হাসান। রিয়াজ হাসানকে ৩৫ রানে বিদায় করেন সাকিব।

রিয়াজ আউট হলেও খুব একটা চাপে পড়তে হয়নি আফগানদের। টাইগারদের ক্যাচ মিসের মহড়ায় সহজেই জয়ের নাগাল পেয়ে যায় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ১১০ বলে ১০৬ রান করেন রহমতউল্লাহ গুরবাজ। রহমত শাহ করেন ৬৭ বলে ৪৭ রান।

এই হারে বিশ্বকাপ সুপার লিগের ১০ পয়েন্ট ও পাকিস্তানকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়েও ছয়ে উঠার সুযোগ হারালো বাংলাদেশ দল।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy