প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি
প্রথমবারের মত ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি। ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ সমতার পর অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে ব্রাজিলের ক্লাব পালমেইরাসকে হারিয়ে শিরোপা জিতে নিলো ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
আবু ধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে পালমেইরাসকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। ম্যাচের শুরু থেকেই রক্ষণভাগেই চেলসির একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেয় পালমেইরাস। প্রথমার্ধে কেউ কারো জাল ভেদ করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে এসে গোলের দেখা পায় চেলসি।ম্যাচের ৫৫ মিনিটে হেডে দলকে লিড এনে দেন রোমেলো লুকাকু। তবে ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পালমেইরাসকে সমতায় ফেরান রাফায়েল ভেইগা।
নির্ধারিত সময়ে গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অবশেষে অতিরিক্ত সময়ের শেষদিকে ১১৭ মিনিটে পেনাল্টি থেকে কাই হাভের্টসের গোলে জয় নিশ্চিত করে চেলসি।
এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের তৃতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুলের পর এ শিরোপা জিতল চেলসি।