পাকিস্তানকে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিতে অস্ট্রেলিয়া
যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেলো অস্ট্রেলিয়া। অজিদের দেওয়া ২৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ফলে ১১৯ রানের বড় জয় পায় অস্ট্রেলিয়া।
শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ক্যাম্পবেল কেল্লাওয়ে এবং টিগু উইলি ৮৬ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়।
টিগু উইলি ৯৭ বলে ৭১ রানের ইনিংস খেলেন। এছাড়াও মিলার ৭৫ বলে ৬৪,অধিনায়ক কুপার কলোনির ৩৩ ও সালজম্যান অপরাজিত ২৫ রান করলে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৭৬ রান সংগ্রহ করে।
পাকিস্তানি বোলার কাসিম খান নেন ৩ উইকেট। আওয়াইস আলি দুটি ও একটি করে উইকেট পান জিশান জামির ও মেহরান মমতাজ।
পাকিস্তানের যুবারা ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সর্বোচ্চ মেহরান মমতাজ করেন ২৯ রান। আর আব্দুল ফাসিহ ২৮ এবং ইরফান খান ২৭ করলেও বাকি ব্যাটাররা তাদের সঙ্গ দিতে পারেনি। শেষ পর্যন্ত ৩৫.২ ওভারে পাকিস্তান ১৫৭ রান করলে ১১৯ রানের বড় জয় পায় অস্ট্রেলিয়া।
অজি বোলার উইলিয়াম সালজম্যান নেন ৩ উইকেট। টম উইটনি ও জ্যাক সিনফিল্ড নেন দু’টি করে উইকেট।