করোনা মুক্ত হলেন মেসি
প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন সময়ের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসি। গত রোববার কোভিড-১৯ টেস্টে পজিটিভ শনাক্ত হন আর্জেন্টাইন সুপারস্টার। এরপর স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল) কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট পেয়েছেন তিনি।
নেগেটিভের রিপোর্ট পাওয়ার পরপরই স্ত্রী-সন্তানদের নিয়ে ফ্রান্সে তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) রিপোর্ট করতে আর্জেন্টিনা থেকে উড়াল দিয়েছেন মেসি। এরআগে বড়দিন ও নতুন বছরের ছুটি কাটাতে গিয়েছিলেন নিজ দেশ আর্জেন্টিনায় ফিরেছিলেন। এরপরই উদ্দাম ঘুরে বেড়িয়েছেন তিনি। এ কারণেই হয়তো নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ শুনতে হয় তাকে।
ফুটবলার ও স্টাফসহ পিএসজির পাঁচ খেলোয়াড় আক্রান্ত হয়েছিলেন করোনায়। মেসির সুখবরের দিনেই আরও এক দুঃসংবাদই পায় দলটি। বিশ্বসেরা গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমাও আক্রান্ত হলেন করোনায়।