আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ দলের কোচ হলেন মাসচেরানো
আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ দলের কোচ হতে চলেছেন সাবেক লিভারপুল, বার্সা তারকা হ্যাভিয়ের মাসচেরানো। ৩৭ বছর বয়সি এই আর্জেন্টাইন ফার্নান্দো বাতিস্তার স্থলাভিষিক্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন( এএফএ)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘এএফএ’ জানিয়েছে, ‘সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার ও মিডফিল্ডার হ্যাভিয়ের মাসচেরানোকে ২০২২ সালের জানুয়ারি থেকে অনূর্ধ্ব ২০ দলের কোচের দায়িত্বে দেখা যাবে’।
আর্জেন্টিনা অ-২০ দলের সদ্য বিদায়ী কোচ ফার্নান্দো বাতিস্তা ভেনিজুয়েলা জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে বড় দায়িত্ব নিতে যাচ্ছেন । সেখানকার প্রধান কোচ হোসে পেকারম্যানকে সহযোগিতা করে যাবেন বাতিস্তা।
সাবেক আর্জন্টাইন কাপ্তান মাসচেরানো দেশের হয়ে ১৪৬ ম্যাচ খেলে ২০১৮ বিশ্বকাপের পর অবসরে যান। খেলেছেন বিভিন্ন ক্লাবের হয়েও। বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ২০৩ ম্যাচ খেলেছেন।