স্প্যানিশ লিগের শীর্ষে রিয়াল মাদ্রিদ
বুধবার রাতটা ব্যস্তই কেটেছে ফুটবল প্রেমিদের কাছে। ব্যস্ত ছিলো টিভির রিমোট। শিডিউলে ইংলিশ প্রিমিয়ার লীগের খেলা যেমন ছিলো, ছিলো ফ্রান্স লিগের খেলাও। লিগের বড় বড় জায়ান্টরা লড়েছিলো শক্তিশালী প্রতিপক্ষের সাথে।
রাত ২ টায় বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বিলবাওয়ের বিপক্ষে পয়েন্ট হারানোর ভয় ধরেছিলো রিয়াল মাদ্রিদ শিবিরে। তবে করিম বেনজেমার একমাত্র গোলে এবং রক্ষণ ভাগের দৃঢ়তায় ১-০ তে জেতে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তাতে লিগের শীর্ষস্থানটা আরও মজবুত করে দলটি।
ইংলিশ লিগে মোহাম্মদ সালাহর নৈপুণ্যে অদম্য গতিতে এগোচ্ছে লিভারপুল। তাঁর জোড়া গোলে মার্সেসাইড ডার্বিতে লিভারপুল ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে এভারটনকে। ৩৯ বছরে এভারটনের মাঠে এর চেয়ে বড় জয় আর পায়নি লিভারপুল। এ নিয়ে টানা ১৮ ম্যাচে প্রতিপক্ষের জালে কমপক্ষে দুই গোল করার কীর্তি গড়ল দলটি।
অন্য ম্যাচে নিজেদের মাঠে ভিলা পার্ক স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছে আলোচিত আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজের দল অ্যাস্টন ভিলা।
এদিকে ফরাসি লিগে ড্র করেছে তারকা সমৃদ্ধ পিএসজি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিপক্ষের উপর চাপ ধরে রাখে দলটি। ম্যাচে ৭০ ভাগ বল দখলে রেখেও খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি এবং নিসের জালের দেখা ও পায় নি পিএসজি। এ নিয়ে লিগে টানা চার জয়ের পর পয়েন্ট হারাল পিএসজি। যদিও পয়েন্ট লিগ টেবিলের শীর্ষে আছে তারা। ১৬ ম্যাচে ১৩ জয় ও দুই ড্রয়ে পিএসজির পয়েন্ট ৪১। আর প্রতিপক্ষ নিস ২৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে।
এক নজরে ফলাফল:
রিয়াল মাদ্রিদ (১)- (০) বিলবাউ
এভারটন (১) – (৪) লিভারপুল
এসটন ভিলা (১) -(২) ম্যান সিটি
পিএসজি (০) -(০) নিস