খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪

ভারতকে হারাল বাংলাদেশের যুবারা

0

কলকাতায় ত্রিদলীয় সিরিজে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ১১৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে যুব বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবেই সারছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাট করতে নেমে নওরোজ নাবিলের দূর্দান্ত শতকে নির্ধারিত ৫০ ওভারে ৩০৫ রানের বড় সংগ্রহ পায় টাইগার যুবারা। জবাবে ব্যাট করতে নেমে ১৯২ রানেই অলআউট হয়ে মাঠ ছাড়ে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল।

সকালে ইডেন গার্ডেন এ টসে জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাট করতে নেমে দূর্দান্ত শুরু পায় টাইগার যুবারা। প্রান্তিক নওরোজ নাবিলের শতকের পাশাপাশি অর্ধশতকের দেখা পান মেহরব হোসেন ও ইফতেখার হোসেন। মেহরাবের ৪৮ বলে ৭০ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৩০৫ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানেই ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ১৯২ রানেই থাকে ভারত অনূর্ধ্ব-১৯ দলের রানের চাকা। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন কৌশল তাম্বে। অন্যদিকে টাইগার যুবাদের হয়ে ৪টি উইকেট শিকার করেন আরিফুল ইসলাম।

এ জয়ে সিরিজের দ্বিতীয় জয় ফেল ক্ষুদে টাইগাররা।

 

স্কোরঃ 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ৩০৫/৬(৫০ ওভার) নাবিল ১০১, মেহরব ৭০*, ইফতেখার ৫৭
তাম্বে ৪৩/২, গৌতম ১৯/১

ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল : ১৯২/১০ (৪৫.৩ ওভার) তাম্বে ৪২, ফাইজ ২৭, গোসাই ২৭
আরিফুল ২২/৪, নয়ন ৩৪/২

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy