বাইসাইকেল কিকে ৪০ পেরোনো রোনালদোর অবিশ্বাস্য গোল!
বাইসাইকেল কিকে গোল করা ফুটবলে নৈমিত্তিক ঘটনা, তাই এই দৃশ্য নিয়মিত দেখাও যায় না। মাঝে মধ্যেই এই গোল করে কেউ কেউ আলোচনায় আসেন। দিন কয়েক আগে যেমন বাংলাদেশের হামজা চৌধুরী নেপালের বিপক্ষে বাইসাইকেল কিকে গোল করে আলোচনায় এসেছিলেন।
কিন্তু অন্যদের জন্য বাইসাইকেল গোল বিরল হলেও ৪০ পেরোনো এক ফুটবলারের জন্য এটি মোটেও কঠিন কিছু নয়।
সেই ফুটবলারের নাম যে ক্রিস্টিয়ানো রোনালদো সেটি বোধহয় আলাদা করে বললেও হয়।
ক্রিস্টিয়ানো রোনালদো যেভাবে ফিটনেস নিয়ে কাজ করেন, তা অনেকের কাছে ঈর্ষণীয়। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও অনুশীলন তাকে ৪০ বছর বয়সেও তরুণ বানিয়ে রেখেছে।
গতকাল (রোববার) সৌদি প্রো লিগে আল-খালিজের বিপক্ষে আল-নাসরের জার্সিতে যে চিত্তাকর্ষক গোল করলেন এই পর্তুগিজ মহাতারকা, তা দেখে মনে হবে কোনো তরুণ খেলোয়াড় যেন জাল কাঁপালেন।

