চায়ের পর লাঞ্চ—বদলে যাচ্ছে টেস্টের শত বছরের পুরোনো রীতি!
আগে চা নাকি লাঞ্চ?
এই প্রশ্নের উত্তরে বেশির ভাগই হয়তো আগে লাঞ্চের কথা বলবেন।
চায়ের পর লাঞ্চ করার চেয়ে লাঞ্চ করে চা খাওয়ার চলই সাধারণত দেখা যায়। শত বছর ধরে যে রীতি প্রচলিত টেস্ট ক্রিকেটেও।
টেস্টে সাধারণত টস, সকালের সেশন, মধ্যাহ্নভোজ আর শেষে চা পানের বিরতি দেয়া হয়। অর্থাৎ, টেস্ট ম্যাচে দিনে দুইবার বিরতি দেওয়া হয়।
প্রথম বিরতিকে বলা হয় লাঞ্চ ব্রেক বা মধ্যাহ্ন বিরতি, দ্বিতীয় বিরতিকে টি ব্রেক বা চা বিরতি।
তবে শত বছরের বেশি সময় ধরে চলা পুরোনো এই রীতির ব্যতিক্রম হতে যাচ্ছে এবার। আগে হবে চা, এরপর লাঞ্চ।
ব্যতিক্রমী এই ঘটনা ঘটতে চলেছে আগামী ২২ নভেম্বর শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে।
আসামের গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটিতে প্রথম সেশনের পর দেওয়া হবে চা বিরতি।
লাঞ্চ বিরতি হবে দ্বিতীয় সেশনের পর। এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হচ্ছে বর্ষাপাড়া স্টেডিয়ামের।

