দাপুটে ফুটবল খেলেই জয়ে ফিরল লিভারপুল, বড় জয় পেয়েছে চেলসিও
ফ্রাঙ্কফুর্ট ১-৫ লিভারপুল, চেলসি ৫-১ আয়াক্স
একটার পর একটা হার! মাঠে নামলেই যেন হার চেপে বসছে!— এভাবেই কেটেছে লিভারপুলের গত এক মাস।
প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে টানা চার ম্যাচে হেরে বসা ইংলিশ ক্লাবটি অবশেষে দাপুটে ফুটবল খেলেই জয়ে ফিরল।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের তৃতীয় ম্যাচ-ডেতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।
আগের চার ম্যাচে মোটে ৩ গোল করতে পারা দলটির হয়ে আজ গোল করেছেন ৫ জন— উগো একিতিকে, ভার্জিল ফন ডাইক, ইব্রাহিমা কোনাতে, কোডি গাকপো ও ডমিনিক সোবোসলাই।


