লোপেজের হ্যাটট্রিক ইতিহাস, ৬ গোলের দাপটে জয়ে ফিরল বার্সা
বার্সেলোনা ৬–১ অলিম্পিয়াকোস
মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ঘরের মাঠ অলিম্পিক লুইস কম্পানিস স্টেডিয়ামে গ্রিক প্রতিপক্ষের বিপক্ষে ৬ গোলের দাপটে জয়ে ফিরল বার্সা।
৫৭তম মিনিটে সান্তিয়াগো হেজে দ্বিতীয় হলুদ কার্ডসহ লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর তেতে ওঠে স্প্যানিশ পরাশক্তিরা।
৬৮তম থেকে ৭৯তম— এই ১১ মিনিটের মধ্যে চারবার জাল কাঁপায় দলটি।
বার্সেলোনা এখন তাই আক্ষরিক অর্থেই চোটজর্জর দল।
কারও পেশিতে টান, কারও পিঠে ব্যথা, কেউ আঘাত পেয়েছেন পায়ে, কেউ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছেন আবার কারও হাঁটুর দুই হাড়ের মাঝে চিড় ধরেছে।
চোটের কারণে আজ খেলতে পারেননি রবার্ট লেভানডফস্কি, রাফিনিয়া, দানি ওলমোরা। গাভিও লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন।
তবে তাঁদের অভাব বুঝতেই দিলেন না চোট কাটিয়ে ফেরা ফেরমিন লোপেজ। ২২ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার হ্যাটট্রিক করে গড়লেন অনন্য কীর্তি।

