আবারও টাইব্রেকারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
বাংলাদেশ ২:২ ভারত (টাইব্রেকারে ভারত ৪–১ ব্যবধানে জয়ী)
বাংলাদেশের ইহসান হাবিব শেষ বাঁশির ঠিক আগমুহূর্তে ভারতের জালে বল জড়িয়েই উল্লাসে মেতে ওঠেন। ২–১ গোলে এগিয়ে থাকা ভারতের মাথায় হঠাৎ করেই যেন আকাশ ভেঙে পড়ে!
স্কোরলাইন ২–২ করে বাংলাদেশ নতুন করে আশায় বুক বাঁধে।
কিন্তু আজ কলম্বোয় সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবলের ফাইনালে শেষ পর্যন্ত আবারও টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশ, হেরে গেছে ৪–১ ব্যবধানে।

