খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫

দ্বিগুণ হচ্ছে এশিয়া কাপের প্রাইজমানি!

নারী ওয়ানডে বিশ্বকাপের পর এবার এশিয়া কাপের পুরস্কারমূল্যও বাড়ছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দ্বিগুণ হচ্ছে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ও রানার্স দলের পুরস্কারমূল্য।
এখনও পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল কোনো ঘোষণা না দিলেও ইতোমধ্যেই পুরস্কারমূল্য বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে।

২০২৩ সালে এশিয়া কাপ জিতে ১ কোটি ২৫ লাখ টাকা পেয়েছিল ভারত। এবার তা দ্বিগুণ বাড়ছে।
এবার চ্যাম্পিয়নরা ২ কোটি ৬০ লাখ টাকা পাবে। যে দল রানার্স হবে তারা ১ কোটি ৩০ লাখ টাকা পাবে।
টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে দেওয়া হবে ১২ লাখ ৫০ হাজার টাকা।

এ বারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। কিন্তু আসরটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাই ও আবু ধাবির মাঠে হবে সব খেলা।

মোট আটটি দল খেলছে এ বারের প্রতিযোগিতায়।

  • গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
  • গ্রুপ ‘বি’তে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও হংকং।

গ্রুপ পর্বে প্রতিটি দল প্রতিটি দলের বিপক্ষে খেলবে।
দু’টি গ্রুপ থেকে চারটি দল উঠবে সুপার ফোরে। সেখানেও প্রতিটি দল প্রতিটি দলের বিরুদ্ধে খেলবে।

দ্বিগুণ হচ্ছে এশিয়া কাপের প্রাইজমানি!

তার পর শীর্ষে থাকা দুই দল ফাইনালে উঠবে।
আজ (৯ সেপ্টেম্বর, মঙ্গলবার) পর্দা উঠছে এই আসরের। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও হংকং।

নিজেদের প্রথম ম্যাচে ১১ সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত খর্বশক্তির দল হংকং।

কয়েক মাস পর ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
তার আগে এশিয়া কাপকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে দলগুলো। তাই এবারের আসর হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy