মেসির স্মৃতিচারণা করতে গিয়ে সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত স্কালোনি
লিওনেল মেসি ক্যারিয়ারের গোধূলিলগ্নে আছেন। আর্জেন্টিনায় গত রাতে ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনের প্রায় পুরোটাই ছিল আবেগঘন। অশ্রুসিক্ত স্কালোনি জানিয়ে দিয়েছেন, মেসির উত্তরসূরি কখনো পাওয়া সম্ভব নয়।
বাংলাদেশ সময় আগামীকাল (৫ সেপ্টেম্বর, শুক্রবার) ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা।
বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে হতে চলা ম্যাচটাই জাতীয় দলের হয়ে দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ে মেসির শেষ ম্যাচ।
কে জানে, আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে এটি মেসির শেষ ম্যাচও হয়ে যেতে পারে!


