শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে মৌসুমের দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেল হান্সি ফ্লিকের বার্সেলোনা। বার্সেলোনার ইতিহাসে বিরল এই জয়ের পথে বার্সেলোনার হয়ে গোল করেছেন পেদ্রি ও ফেরান তোরেস, গোল না করলেও দৃষ্টিকাড়া ভূমিকায় ছিলেন লামিনে ইয়ামাল।
তিন মৌসুম পর লা লিগায় ফিরেছে লেভান্তে। তবে ফেরাটা ভালো হয়নি তাদের। মৌসুমের প্রথম দুই ম্যাচেই হেরেছে তারা।
তবে শনিবার (২৩ আগস্ট) বার্সেলোনাকে রুখে দেয়ার খুব কাছেই ছিল তারা। কিন্তু শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা লেভান্তের স্বপ্ন চুরমার করে দেয়।