২৩ মিনিটের মধ্যে দুই গোল হজম করেছে মায়োর্কা। এই যন্ত্রণায় ‘বোনাস’ দুটি লাল কার্ড। সেটাও ম্যাচের ৩৯ মিনিটের মধ্যে! মায়োর্কার জন্য এরপর আর ম্যাচের কী থাকে!
এই নয় জনের মায়োর্কার জালে তিন গোলের ম্যাচ জিতে মৌসুম শুরু করেছে বার্সেলোনা।
শনিবার, ৩০শে আগস্ট ২০২৫