দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গত মাসেই দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে তাদের ঘরের মাটিতে গিয়ে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ।
এবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে প্রোটিয়া যুবাদের হারিয়ে ৩৩ রানের সহজ জয়ে চ্যাম্পিয়ন হয়েছে আজিজুল হাকিম তামিমের দল।
রোববার (১০ আগস্ট) জিম্বাবুয়ের হারারেতে ফাইনালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ।
নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
জুনিয়র টাইগারদের হয়ে ৯৫ রান করেছেন রিজান হোসেন। এ ছাড়া ৬৫ রান করেছেন কালাম সিদ্দিকি।
জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৪ বলে ২৩৬ রানে অল আউট হয় প্রোটিয়ারা।
২৭০ রানের লক্ষ্য তাড়ায় দারুণ শুরু পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ৩১ বলে ৪০ রান করে আদনান লেগেদিন আউট হলে ভাঙে ৫৯ রানের উদ্বোধনী জুটি।
এর ৯ বল পরই ফিরেছেন আরেক ওপেনার জুরিখ ফন শালভিক। তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ১৯ রান।
দুই ওপেনারের বিদায়ের পর প্রোটিয়াদের রানের চাকায় লাগাম দেয় বাংলাদেশ।
তবে মাঝের ওভারগুলোতে মোহাম্মদ বুলবুলিয়া ও জেসন রোয়েলসের ব্যাটে ভালোই জবাব দিচ্ছিলো তারা।
কিন্ত এই দুই ব্যাটারকেই ইনিংস বড় করতে দেয়নি বাংলাদেশ।
৩১ রানে ফিরেছেন বুলবুলিয়া আর ৩৫ রান করেছেন জেসন।
এরপর আর কেউই তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আড়াইশর আগেই অলআউট হয় প্রোটিয়ারা।
আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও মাঝে খেই হারিয়ে বসে বাংলাদেশ।
দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগের ব্যাটে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। ২২ বলে ১৬ রান করে রিফাত ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।
এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার জাওয়াদ। তার ব্যাট থেকে এসেছে ২১ রান।
তিনে নেমে সুবিধা করতে পারেননি আজিজুল হাকম তামিম। ২৮ বল খেলে ৭ রানের বেশি করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।
তার দ্রুত বিদায়ে ২৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কিছুটা হলেও বিপাকে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুলেন রিজান হোসেন ও কালাম সিদ্দিকি।
চতুর্থ উইকেট জুটিতে ১১৭ রান যোগ করেন রিজান ও কালাম। ৬৫ রান করেছেন কালাম। আর রিজানের ব্যাট থেকে এসেছে ৯৫ রান।
রান আউটে কাটা পড়ে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন তিনি।