অবশেষে শুটিং ফেডারেশনের কমিটি প্রকাশ
ফুটবল ও ক্রিকেট ব্যতীত অন্য সব ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। শুধু অপেক্ষা ছিল শুটিং ফেডারেশনের। অবশেষে আজ সকালে জাতীয় ক্রীড়া পরিষদ ১৯ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেছে।
শুটিং ফেডারেশনের সভাপতি করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে। ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব বেশ ক্রীড়ানুরাগী।
দুই সহ-সভাপতির মধ্যে একজন ব্যবসায়ী রোমো রউফ চৌধুরী। আরেক সহ-সভাপতি আব্দুস সালাম খান বিগত সময়ে সহ-সভাপতি ছিলেন।
জাতীয় ক্রীড়া পরিষদ ঘোষিত অ্যাডহক কমিটির মধ্যে জুডোর পর শুটিংয়ে সাধারণ সম্পাদক পদে নারী সংগঠক মনোনীত হয়েছে।
ফুটবল, ক্রিকেট বাদে অন্য ফেডারেশনগুলো মূলত সাধারণ সম্পাদক নির্ভর।
শুটিং ফেডারেশনে সাধারণ সম্পাদক করা হয়েছে নারী ক্রীড়া সংগঠক বেগম আলেয়া ফেরদৌসকে। তিনি ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষকের দায়িত্বে ছিলেন।
মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা, শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক, অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব ছিলেন।
ক্রীড়া সংগঠকের পাশাপাশি তিনি অভিনেত্রীও। আলেয়া ফেরদৌসের বয়স প্রায় আশির কাছাকাছি।
এই বয়সে শুটিংয়ের মতো ব্যয়বহুল ও সংবেদনশীল ফেডারেশন পরিচালনা বেশ কষ্টসাধ্য। সম্প্রতি কুস্তি ফেডারেশনে সাধারণ সম্পাদক রদবদল হয়েছে বয়স ও অসুস্থতার কারণে।
যুগ্ম সম্পাদক করা হয়েছে জিএম হায়দারকে। সাবেক এই শুটারই মূলত ফেডারেশন নীতি-নির্ধারণ পরিচালনায় বড় ভুমিকা রাখবেন বলে ধারণা শুটিং সংশ্লিষ্টদের।
জি এম হায়দারের বিগত সময়ের কর্মকাণ্ড নিয়ে শুটিংয়ের এক অংশের অবশ্য প্রশ্ন রয়েছে।
সদস্যদের মধ্যে সাবেক শুটার ও শুটিং সংশ্লিষ্ট সংগঠকরা রয়েছেন। সেনা, নৌ ও বিকেএসপির একজন করে প্রতিনিধি রাখা হয়েছে সদস্য হিসেবে।
সাইফুল আলম রিংকি, সাবরিনা সুলতানা ও শারমিন আক্তার রত্নার মতো তারকা শুটার কমিটিতে নেই।
শুটিং ফেডারেশনের কমিটি সার্চ কমিটি জমা দিয়েছিল কয়েক মাস আগে।
ক্রীড়া মন্ত্রণালয় সংবেদনশীল খেলাটির কমিটি যাচাই-বাছাই করেছে সময় নিয়ে। এতে কমিটি প্রকাশ পেতে অপেক্ষা বেশি হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত ফেডারেশন-এসোসিয়েশন সংখ্যা ছিল ৫৫। তিনটি এসোসিয়েশন একীভূত হওয়ায় এখন দাঁড়িয়েছে ৫২।
ফুটবল ও ক্রিকেট বাদে বাকি ৫০ ক্রীড়া সংগঠন মধ্যে এখন শুধু মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ঘোষণা হয়নি।

