শেষ মিনিটে তৃষ্ণার গোল মেটালো জয়ের তৃষ্ণা
ম্যাচ ড্র ভেবেই নিশ্চুপ দর্শকেরা তখন অপেক্ষা করছেন রেফারি কখন শেষ বাঁশি বাজাবেন। ঠিক তখনই স্তব্ধ কিংস অ্যারেনা জাগিয়ে তোলেন তৃষ্ণা রানী। শেষ মিনিটে তৃষ্ণার নাটকীয় গোল মেটালো জয়ের তৃষ্ণা।
উমেলা মারমার ক্রস নেপালের জালে ঠেলে দিয়েই উল্লাস, তাঁর সঙ্গে উদ্যাপনে যোগ দেন সতীর্থরাও।
সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩-২ গোলে জিতেই মাঠ ছেড়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে ৯ গোলের উৎসব করা বাংলাদেশকে আজ বেশ ভুগিয়েছে নেপাল। তারপরও প্রথমার্ধে দুবার গোল উদ্যাপন করেছে বাংলাদেশের মেয়েরা।
দ্বিতীয়ার্ধে এলোমেলো রক্ষণ আর আগের ম্যাচে হ্যাটট্রিক করা মোসাম্মৎ সাগরিকা লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।
শেষ পর্যন্ত তৃষ্ণার গোলে মিটেছে জয়ের তৃষ্ণা।
সেই বল ডান পাশে ফাঁকা পেয়ে ফিরতি শটে জালে জড়ান সিনহা জাহান শিখা। চলমান সাফে যেটা তাঁর দ্বিতীয় গোল।