খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ১৩ই জুলাই ২০২৫

টানা পাঁচ ম্যাচে অপ্রতিরোধ্য মেসির জোড়া গোল, ফ্রি–কিকে নতুন উচ্চতায়

মেজর লিগ সকারে (এমএলএস) গোলের নেশায় বুদ হয়েছেন লিওনেল মেসি। আগের চার ম্যাচের ধারাবাহিকতায় আজও জোড়া গোল করেছেন লিওনেল মেসি। এবার তাঁর জোড়া গোলের ভুক্তভোগী ন্যাশভিল।
ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে টানা পাঁচ ম্যাচে অপ্রতিরোধ্য মেসির জোড়া গোলের ম্যাচে ইন্টার মায়ামি ম্যাচ জিতেছে ২-১ গোলে।

ইতিহাসে প্রথম কোনো ফুটবলার হিসেবে টানা পাঁচ ম্যাচে একাধিক গোল করার ইতিহাস গড়েন মেসি।

আজকের আগে জোড়া গোল করেছিলেন মন্ট্রিয়ল, কলম্বাস, আবার মন্ট্রিয়ল ও নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে।

টানা চার এমএলএসেই কারও জোড়া গোল ছিল না। মেসি নিজের রেকর্ডটাই আজ আরও উচ্চতায় তুলেছেন।

তবে ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকার আজকের কীর্তি শুধু জোড়া গোলে নয়, ফ্রি–কিকেও।

ম্যাচে মেসির দুটি গোল দুই অর্ধে। এর মধ্যে ৬২তম মিনিটের গোলটি প্রতিপক্ষ গোলকিপারের উপহার।

টানা পাঁচ ম্যাচে অপ্রতিরোধ্য মেসির জোড়া গোল, ফ্রি–কিকে নতুন উচ্চতায়
ন্যাশভিল গোলকিপার জো উইলিস এক সতীর্থের ব্যাক পাস থেকে বল পাওয়ার পর তালগোল পাকিয়ে বল তুলে দেন কাছেই দাঁড়িয়ে থাকা মেসির পায়ে।
এমন সুযোগ কি তিনি মিস করেন। সহজেই জড়িয়েছেন জালে।

তবে এর আগে ম্যাচের প্রথমার্ধে ১৭তম মিনিটের গোলটি ছিল দুর্দান্ত। ফাউলের শিকার হয়ে ফ্রি–কিক পেয়েছিলেন মেসি।
সেটা কাজে লাগিয়েছেন মানবদেয়ালের মাঝ দিয়ে নিচু শটে গোলকিপারের কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে। যেন মেসির সেট-পিস সাফল্যের আরেকটি ‘হাইলাইটস’।

টানা পাঁচ ম্যাচে অপ্রতিরোধ্য মেসির জোড়া গোল, ফ্রি–কিকে নতুন উচ্চতায়

এই গোলের মাধ্যমে ফ্রি–কিকে নতুন উচ্চতায় উঠেছেন মেসি। সাবেক বার্সেলোনা তারকা এখন ফ্রি–কিক থেকে চতুর্থ সর্বোচ্চ গোলের মালিক।
৬৯ ফ্রি–কিক গোল নিয়ে মেসি পেছনে ফেলেছেন ব্রাজিলের মার্কোস আসুনসিওকে (৬৮)। তাঁর সামনে শুধু জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।

আজকের ম্যাচে মেসির জোড়া গোলের বিপরীতে ন্যাশভিল একটি গোল শোধ করে ৪৯তম মিনিটে, হ্যানি মুখতারের সৌজন্যে।

লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকা মায়ামি এখন ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ৫ নম্বরে আছে।

৩ ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট বেশি নিয়ে তিন নম্বরে ন্যাশভিল। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২২ ম্যাচে ৪৩।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy