এক অস্থির নাটকীয় রাতে বায়ার্নের বিদায়, নয় জন নিয়েও সেমিতে পিএসজি
আটলান্টায় মার্সিডিজ–বেঞ্জ স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এক অস্থির নাটকীয় রাতে নয় জন নিয়েও বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি।
স্বপ্নের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের দুর্দান্ত ধারাবাহিক ফর্ম ক্লাব বিশ্বকাপেও বয়ে এনেছে লা প্যারিসিয়ানরা।
আজ অস্থির নাটকীয় রাতে পিএসজির সেই ফর্মের আগুন পুড়ল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হয়ে ৭৮ মিনিটে গোল করেন দেজিরে দুয়ে। এরপর যোগ করা সময়ের ছয় মিনিটে শেষ গোলটি ওসমান দেম্বেলের।
প্রথমার্ধ গোলশূন্য ব্যবধানে শেষ করে দুই দল। নির্ধারিত সময়ের শেষ ৮ মিনিট নয় জন নিয়ে খেলেছে পিএসজি।
৮২ মিনিটে বায়ার্নের মিডফিল্ডার লিও গোর্তেকাকে কড়া ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজি ডিফেন্ডার উইলিয়ান পাচো।
যোগ করা সময়ের ২ মিনিটে ক্লাবটির আরেক ডিফেন্ডার লুকাস হার্নান্দেজও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বায়ার্নের লেফট ব্যাক রাফায়েল গুয়েরেইরোকে কনুই মারার শাস্তি পান তিনি।
বিদায়ের পাশাপাশি বায়ার্ন এই ম্যাচে আরেকটি দুঃসংবাদও পেয়েছে।
প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে পিএসজির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে অ্যাঙ্কেলে মারাত্মক চোট পান জার্মান ক্লাবটির অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালা।
তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। চোটের ধরন দেখে মনে হয়েছে, দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে মুসিয়ালাকে।
৬৭ হাজার দর্শকের সামনে ম্যাচ শুরুর আগে লিভারপুল তারকা দিয়োগো জোতা ও তাঁর ভাইয়ের মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে দুই দল।
প্রথমার্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণ হলেও গোল পায়নি কোনো দলই।
বিরতির পর পিএসজি ফরোয়ার্ড ব্রাডলি বারকোলোর শট দারুণভাবে ঠেকিয়ে দেন বায়ার্নের ৩৯ বছর বয়সী গোলকিপার ম্যানুয়েল নয়্যার।
৭৮ মিনিটে হোয়াও নেভেসের পাস থেকে নিচু শটে গোল করেন দুয়ে।