খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ৩০শে আগস্ট ২০২৫

এক ম্যাচ জিতলেই র‍্যাঙ্কিংয়ের সুখবর পাবে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হারের পর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লড়ছে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই ওয়ানডেতে প্রথমবার পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব শুরু হবে মেহেদি হাসান মিরাজের।
স্বাগতিকদের বিপক্ষে এক ম্যাচ জিতলেই র‍্যাঙ্কিংয়ের সুখবর পাবে বাংলাদেশ।

বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটটাই সবচেয়ে ভালো খেলে। র‍্যাঙ্কিংয়ে ছয় বা সাত নম্বরেও নিয়মিত থাকত একটা সময়।
অথচ ১৯ বছর পর মিরাজ, লিটন, শান্তদের দল নেমে গেছে ১০ নম্বরে।

র‍্যাঙ্কিংয়ে যেহেতু সরাসরি বিশ্বকাপ খেলা নির্ভর করে তাই দশে নেমে যাওয়া অশনিসংকেত।
তবে, শ্রীলঙ্কার বিপক্ষে ২ জুলাই, বুধবার থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অবশ্য উন্নতির সুযোগ আছে মেহেদী হাসান মিরাজের দলের।

এই সিরিজে র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে থাকা শ্রীলঙ্কাকে এক ম্যাচ হারালেই বাংলাদেশ উঠে আসবে ৯ নম্বরে।

আইসিসি র‍্যাঙ্কিংয়ে দশে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬। ওয়েস্ট ইন্ডিজ নয়ে আছে ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে।
আর চারে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ১০৪।

বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে সিরিজ হারে তখন রেটিং পয়েন্ট হবে ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ৯ নম্বরে উঠে যাবে মিরাজের দল।

বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে সিরিজ জিতে তখন বাড়বে রেটিং পয়েন্ট। সেক্ষেত্রে পয়েন্ট হবে ৮০।

এক ম্যাচ জিতলেই র‍্যাঙ্কিংয়ের সুখবর পাবে বাংলাদেশ

আর যদি সিরিজ জিতে ৩-০’তে, তাহলে?

সেক্ষেত্রে তাদের রেটিং পয়েন্ট হবে ৮৩। তখনও ৯ নম্বরেই অবস্থান করবে বাংলাদেশ দল।
কারণ ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ৮৮ আর ৭-এ থাকা আফগানিস্তানের ৯১।

শ্রীলঙ্কা ৩-০’তে সিরিজ হারলে ৯৮ পয়েন্ট নিয়ে নেমে যাবে ৫ নম্বরে।
২-১ ব্যবধানে সিরিজ হারলেও পাঁচে নামবে তারা, সেক্ষেত্রে শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট হবে ১০০। তখন ১০৪ পয়েন্ট থাকা পাকিস্তান উঠবে চারে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy