টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিসিবির বিশেষ আয়োজন
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ক্রিকেট কার্নিভাল আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২২ জুন থেকে শুরু হয়ে জেলা এবং বিভাগ হয়ে ২৬ জুন মিরপুরে শেষ হবে ক্রিকেট কার্নিভালের।
বাংলাদেশ দল ২০০০ সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করেছিল। সময়ের গড়িয়ে টেস্ট ক্রিকেটে ২৫ বছর বয়সে গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ।
অভিষেক টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানের তালিকায় নাম লিখিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। সেই প্রথম সেঞ্চুরিয়ান ক্রিকেটারই এখন বিসিবির সভাপতির দায়িত্বে রয়েছেন।
সাবেক এই ক্রিকেটার গেল মাসে বিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার পর এবার টেস্ট মর্যাদার রজতজয়ন্তী উদযাপনের কথা ভেবেছে ক্রিকেট বোর্ড।
টেস্টের ২৫ বছর হওয়ায় ক্রিকেট কার্নিভাল আয়োজনে উদ্যোগী হয়েছে বিসিবি। ২২ জুন (রোববার) থেকে শুরু হয়ে জেলা এবং বিভাগ হয়ে ২৬ জুন মিরপুরে সমাপ্তি হবে ক্রিকেট কার্নিভালের।
২৬ জুন (বৃহস্পতিবার) মিরপুরে ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে।
বিসিবির পরিচালক সাবেক অধিনায়ক আকরাম খান এই বিশেষ উদ্যেগের কথা জানিয়েছেন। বিভাগের পাশাপাশি জেলা পর্যায়েও অনুষ্ঠিত হবে ক্রিকেট ম্যাচ।
এছাড়া সমাপনী দিনে মিরপুরে বেশ ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা বর্তমানে শ্রীলঙ্কা সফরে আছেন। তাই তারা এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না।
উল্লেখ্য, সেখানে তারা দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজও খেলবেন।