খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৭ই মে ২০২৫

ব্রিজ বিশ্বকাপে বাংলাদেশ

আরও একবার ব্রিজ বিশ্বকাপের অংশ বারমুডা বোল টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ ব্রিজ দল। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত বাছাইপর্বের ৪ নম্বর জোনের ফাইনালে উঠে বিশ্বকাপে সুযোগ পেয়েছে বাংলাদেশ।

এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিজ টুর্নামেন্টে নিজেদের জায়গা নিশ্চিত করল।

ব্রিজ বিশ্বকাপে বাংলাদেশ

বৃহস্পতিবার সকালে মিডিয়া রোটানা হোটেলে ছয় সেশনের সেমিফাইনালের চতুর্থ সেশন শেষে বাংলাদেশ জর্ডানের বিরুদ্ধে ১১৯ পয়েন্টে (১৮৬-৬৭) এগিয়ে যায়।

বাকি দুই সেশনে এই পার্থক্য ঘোচানো যাবে না মেনে নিয়ে জর্ডান হার মেনে নেয়। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত অথবা সংযুক্ত আরব আমিরাত। ফাইনাল হবে শুক্রবার।

সেমিফাইনালে বাংলাদেশের হয়ে খেলেছেন কামারুজ্জামান-

  • আসিফুর রহমান,
  • জাহিদ হোসেন-শাহ জিয়াউল হক ও
  • মির্জা সাজিদ ইস্পাহানি–মশিউর রহমান জুটি।

 

ওপেন দলের পাশাপাশি বাংলাদেশের প্রবীণদের দলও বিশ্বকাপ খেলার দিক এগিয়ে চলছে। সেমিফাইনালে বাংলাদেশের প্রবীণেরা পাকিস্তানের প্রবীণদের বিরুদ্ধে ৪৭ পয়েন্টে এগিয়ে ছিলেন।

বাংলাদেশের প্রবীণ দলের হয়ে খেলছেন-

  • সাইদ আহমেদ,
  • দেওয়ান মোহাম্মদ,
  • হানজালা,
  • খন্দকার মাজহারুল হক,
  • মোহাম্মদ জহিরুল হক,
  • মোহাম্মদ আজিজুল হক এবং
  • এ টি এম মোয়াজ্জেম হোসেন।

এ বছরের আগস্টে ডেনমার্কে ব্রিজ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ প্যারিস ও উহানে বিশ্বকাপে অংশ নিয়েছিল।

ব্রিজ বিশ্বকাপে বাংলাদেশ

বারমুডা বোল জাতীয় দলগুলির জন্য একটি দ্বিবার্ষিক চুক্তিবদ্ধ সেতু বিশ্ব চ্যাম্পিয়নশিপ ।
এটি প্রতি বিজোড় সংখ্যার বছরে ওয়ার্ল্ড ব্রিজ ফেডারেশন এর পৃষ্ঠপোষকতায়, ভেনিস কাপ (মহিলা), ডি’ওরসি সিনিয়র বোল এবং উহান কাপ (মিশ্র) এর পাশাপাশি প্রতিযোগিতা করা হয়।

এন্ট্রিগুলি আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড ব্রিজ ফেডারেশন অঞ্চলের পাশাপাশি জাতিগুলির প্রতিনিধিত্ব করে, তাই এটি ওয়ার্ল্ড জোনাল ওপেন টিম চ্যাম্পিয়নশিপ নামেও পরিচিত । 

এটি সবচেয়ে প্রাচীন ইভেন্ট যা সেতুতে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব প্রদান করে এবং প্রথম প্রতিযোগিতাটি ১৯৫০ সালে অনুষ্ঠিত হয়েছিল।

বারমুডা বোল ট্রফি বিজয়ী দলকে প্রদান করা হয় এবং উদ্বোধনী টুর্নামেন্টের স্থান, বারমুডার আটলান্টিক দ্বীপপুঞ্জের নামে নামকরণ করা হয় ।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy