খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫

চট্টগ্রামে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ও মডেল কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফুটবল, ক্রিকেট সেট, ব্যাডমিন্টন, ক্যারামবোর্ড ভলিবলসহ বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম তুলে দেওয়া হয়।সোমবার বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“আজকের শিশুরাই আগামী দিনের ক্রীড়াবিদ ও জাতির ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। সরকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এই আয়োজন তারই একটি অংশ”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন,

“আমরা চাই, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমেও নিজেদের গড়ে তুলুক। একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার অবদান অনস্বীকার্য। ভবিষ্যতে আরো বড় পরিসরে এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

চট্টগ্রামে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই.সি.টি) জনাব মো. শরীফ উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
ড. মোঃ জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ,ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব, নুরুল্লাহ নুরী, মো. রেজাউল কবীর, সদস্য (প্রশাসন), ভূমি সংস্কার বোর্ড (অতিরিক্ত সচিব), ও বদিউল আলম, উপ-ভূমি সংস্কার কমিশনার (উপসচিব), চট্টগ্রাম বিভাগ।

 

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আবদুল বারী বলেন,

“শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়াচর্চার প্রসারে জেলা ক্রীড়া অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই সামগ্রী বিতরণ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ আরও বাড়াবে বলে আমরা বিশ্বাস করি।”

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরঞ্জাম বিতরণ শেষে স্কুল দুইটি পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy