খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫

বার্সেলোনা নাকি রিয়াল–অপ্টার সুপার কম্পিউটারের গণনায় শিরোপা কার?

বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ? কোপা দেল রে ফাইনালের আগে ফুটবলের দুনিয়াটা এই দুই দলের শ্রেষ্ঠত্ব জাহিরের তর্কে বন্দী।

ক্লাব ফুটবলে সবচেয়ে বড় লড়াই যাকে বলে, সেই এল-ক্লাসিকো মৌসুমে তৃতীয়বারের হাজির হচ্ছে কোপা দেল রের ফাইনাল দিয়ে।  

ম্যাচের আগে হরেক রকমের আলোচনা আর সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। তবে রেফারি নিয়ে রিয়াল মাদ্রিদের অভিযোগ, অনুশীলন, প্রেস ব্রিফিং, ম্যাচ বয়কটের হুঁশিয়ারির ঘটনা কোপা দেল রে ফাইনালের আগে যোগ করেছে নতুন মাত্রা।

এমনকি এই গুঞ্জনও ছিল, রিয়াল মাদ্রিদ ফাইনাল খেলতে আগ্রহী না।

যদিও সেসব নাটকীয়তা পার করে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, কোপা দেল রের ফাইনাল খেলতে সেভিয়ায় যাচ্ছেন তারা।

কোপা দেল রের ফাইনাল রিয়াল মাদ্রিদের জন্য চলতি মৌসুমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার বড় লড়াই। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হারিয়ে শিরোপা অর্জন করতে পারলে তা হবে সোনায় সোহাগা।

ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এরইমাঝে জানিয়েছেন,

এই শিরোপাই ক্লাবের ভবিষ্যত ঠিক করে দেবে।

হয়ত সেটা ইঙ্গিত করেছেন কোচ কার্লো আনচেলত্তিকে কেন্দ্র করেই।

বার্সেলোনা নাকি রিয়াল–অপ্টার সুপার কম্পিউটারের গণনায় শিরোপা কার?

অন্যদিকে ট্রেবল জয়ের স্বপ্ন দেখতে থাকা বার্সেলোনার প্রথম শিরোপাও হতে পারে এটি। লা লিগায় শীর্ষ স্থানে আছে দলটা।

চ্যাম্পিয়নস লিগেও নিশ্চিত করেছে সেমিফাইনাল। শিরোপার কক্ষপথে থাকা বার্সেলোনা এমন এক অবস্থান থেকে শিরোপা স্বপ্ন বিসর্জন দিতে নারাজ।

দুর্দান্ত ছন্দে থাকা দলটার নামের পাশেই আপাতত ফেভারিটের তকমা তো আছেই। চলতি মৌসুমে তারা দুইবারের দেখায় রিয়ালের জালে পুরেছে ৯ গোল। বাকি সবার মতো অপ্টা অ্যানালাইসিসের সুপার কম্পিউটারের ভোটও বার্সেলোনার দিকেই।

ফাইনালের আগে ফুটবলের ব্রিটিশ ক্রীড়া পরিসংখ্যানবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠানটি জানিয়েছে,

কোপা দেল রে ফাইনালে বার্সার হাতেই শিরোপা ওঠার সম্ভাবনা বেশি। 

অপ্টার এই সুপারকম্পিউটারের মতামত অনুযায়ী, বার্সেলোনার শিরোপা জয়ের সম্ভাবনা ৪০ দশমিক ৭ শতাংশ।

রিয়াল মাদ্রিদকে অবশ্য খুব বেশি পিছিয়ে রাখা যাচ্ছে না। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ৩২ দশমিক ৮ শতাংশ।

আর নির্ধারিত নব্বই মিনিট শেষে খেলা অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে ২৬ দশমিক ৫ শতাংশ।

দুই দলের অতীতটাও অবশ্য কাউকে এককভাবে সঙ্গ দিচ্ছে না ম্যাচের আগে। এখন পর্যন্ত সামগ্রিকভাবে এল ক্লাসিকোতে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার জয় যেখানে ১০২, রিয়ালের জয় ১০৫টি।

তবে কোপা দেল রের পরিসংখ্যানে এগিয়ে বার্সাই।

এখন পর্যন্ত ঘরোয়া এই প্রতিযোগিতায় ৩৭ বারের দেখায় বার্সা জিতেছে ১৬ ম্যাচ। আর রিয়াল জিতেছে ১৩ ম্যাচ। বাকি ৮ ম্যাচ ছিল ড্র।

বার্সেলোনা নাকি রিয়াল–অপ্টার সুপার কম্পিউটারের গণনায় শিরোপা কার?

অবশ্য কোপা দেল রে তে ফাইনাল বিবেচনায় খানিক এগিয়ে রিয়াল মাদ্রিদ।

৭ বার এই আসরের ফাইনালে দর্শকরা পেয়েছেন এল-ক্লাসিকো ম্যাচ। যেখানে ৪ বার জয় রিয়ালের। আর ৩ বার জয় বার্সেলোনার।

চলতি মৌসুমের হিসেবে আবার রিয়াল থাকছে পিছিয়ে। এখন পর্যন্ত এই মৌসুমে দুবার নিজেদের মুখোমুখি হয়েছে এই দুই দল। দুটোতেই রিয়াল মাদ্রিদ হেরেছে বড় ব্যবধানে।

লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতেই রিয়াল হেরেছিল ৪-০ গোলে।

আর সুপারকোপা দে এস্পানার ফাইনালে বার্সেলোনা জিতেছিল ৫-২ গোলে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy