খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ১০ই জুলাই ২০২৫

বার্সা-রিয়ালের হয়ে ভারতে মাঠ মাতাবেন ফিগো-পুয়োলরা

রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই চিরপ্রতিপক্ষের ম্যাচ ঘিরে বাড়তি উন্মাদনা থাকে সমর্থকদের মধ্যে।

রোববার (৬ এপ্রিল) ভারতের মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ঐতিহাসিক এক ম্যাচে মুখোমুখি হবে স্প্যানিশ দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে এটি বার্সা-রিয়ালের সাবেক কিংবদন্তিদের লড়াই।  

‘দ্য লিজেন্ড ফেসঅফ’ নাম দেওয়া বিশেষ এই ম্যাচকে সামনে রেখে বার্সেলোনা ও রিয়ালের অধিনায়ক মনোনীত হয়েছেন যথাক্রমে দুই দলের দুই লিজেন্ড কার্লেস পুয়োল ও লুইস ফিগো। ভারতীয় দর্শকদের সামনে আয়োজিত এই ম্যাচকে সামনে রেখে আয়োজকরা বেশ রোমাঞ্চিত।

বার্সা অধিনায়ক পুয়োল বলেছেন,

‘এই ম্যাচটি বিশেষ এক আয়োজন হতে যাচ্ছে। প্রথমবারের মত ভারতের মাটিতে খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই উত্তেজিত। এখানকার ফুটবল ভক্তরা দুর্দান্ত। খেলার মাঠের অভিজ্ঞতা নিতে আমি মুখিয়ে আছি।’

 বার্সা-রিয়ালের হয়ে ভারতে মাঠ মাতাবেন ফিগো-পুয়োলরা

বার্সেলোনার আরেক সাবেক তারকা জাভি হার্নান্দেজ বলছেন,

‘বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের খেলা ফুটবলে সবসময়ই ভিন্ন এক মাত্রা ও উত্তেজনা যোগ করে। এই ঐতিহাসিক ম্যাচের অংশ হবার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। মুম্বাই, প্রস্তুত হও দারুণ এক ম্যাচ উপভোগের জন্য।’

রিয়ালের অধিনায়ক লুইস ফিগো জানান,

‘ভারতীয় ভক্তদের ফুটবলের প্রতি ভালবাসা প্রতিদিনই বাড়ছে। মুম্বাইয়ে দুই জায়ান্টের ম্যাচ ভক্তদের বাড়তি আনন্দ দেবে। এই ম্যাচটি সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

 বার্সা-রিয়ালের হয়ে ভারতে মাঠ মাতাবেন ফিগো-পুয়োলরা

মাইকেল ওয়েন বলছেন,

‘ফুটবল অন্তঃপ্রাণ সমর্থকদের সামনে খেলতে পারার আনন্দই আলাদা। লিজেন্ড ফেসঅফ তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

বিশ্ব ক্রীড়া মার্কেটে অন্যতম পরাশক্তি দ্য স্পোর্টস ফ্রন্ট এই ম্যাচের আয়োজক। সারা বিশ্ব জুড়েই খেলাধুলার অগ্রসরে তারা ভিন্ন মাত্রার সব আয়োজন করে থাকে। এই ম্যাচটিও তার ব্যতিক্রম নয়।

লিজেন্ড ফেসঅফের পূর্নাঙ্গ স্কোয়াড :

রিয়াল মাদ্রিদ লিজেন্ড :

লুইস ফিগো (অধিনায়ক), পেড্রো কনট্রিয়ার্স, কিকো ক্যাসিয়া, ফ্রান্সিসকো পাভোন, ফার্নান্দো সানজ, অগাস্টিন গার্সিয়া, পেড্রো মুনিটিস, রুবেন ডি লা রেড, এন্টোনিও টনি ডেল মোলার সেগুরা, জর্জ জোকো ওসটিজ, ইভান পেরেজ, জেসুস এনরিক ভেলাসকো মুনোজ, হোসে লুইন ক্যাবরেরা, হুয়ান হোসে ওলালা ফার্নান্দেজ, ডেভিড বালার তোরেস, ক্রিস্টিয়ান কারেমবু, ফার্নান্দে মরিয়েনটেস, পেপে, মাইকেল ওয়েন।

বার্সেলোনা লিজেন্ড : 

কার্লেস পুয়োল (অধিনায়ক), জেসুস এ্যাঙ্গয়, ভিটোর বাইয়া, জোফরে মাতেও, ফার্নান্দো নাভারো, রবার্তো ট্রাসহোরাস, জেভিয়া সাভিয়োলা, ফিলিপ ককু, ফ্র্যাংক ডি বোয়ার, গিওভান্নি সলিভা, রিভালডো, মার্ক ভ্যালিয়েন্টে হার্নান্দেজ, লুডোভিক গিউলি, রিকার্ডো কুয়ারেসমা, গিজকা মেনডিয়েটা, সার্গি বারুওয়ান, জাভি, হোসে এডমিলসন গোমেস ডি মোরায়েস, প্যাট্যিক ক্লুইভার্ট।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy