খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫

বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ডের পথে হামজা চৌধুরী

১৭ মার্চ (সোমবার) সকালে বাংলাদেশে এসেছিলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে ২৫ মার্চ অভিষেক ম্যাচ খেলে গতকাল দেশে ফিরেছিলেন। এবার বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ডের পথে হামজা চৌধুরী।  

আজ সকালে ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন হামজা। জানা গেছে, সকাল পৌনে দশটায় ঢাকা থেকে সিলেট এরপর ঐ ফ্লাইটেই পৌনে বারোটার দিকে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছেন।

গত ১০ দিন বাংলাদেশের ক্রীড়াঙ্গন ছিল হামজাময়। তার নিজ জেলা হবিগঞ্জে ১৭ ও ১৮ মার্চ বিপুল সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছেন। ১৮ মার্চ রাতে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগদান করেন। পরের দিন ঢাকায় অনুশীলন করেন। ২০-২৫ মার্চ ভারতের শিলংয়ে ছিলেন ম্যাচ খেলতে।

ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে ২৫ মার্চ অভিষেক ম্যাচ খেলে গতকাল দেশে ফিরেছিলেন। এবার বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ডের পথে হামজা চৌধুরী।  

হামজা বাংলাদেশে পৌঁছানোর পর ফুটবল নিয়ে উন্মাদনা বাড়ে বহুগুণে। সবার আগ্রহ ছিল বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে। দীর্ঘদিন পর বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ সৃষ্টি হয়। হামজা ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার মন জয় করেছেন।

শুধু খেলা নয়, আচার-আচরণেও হামজা অনন্য। নিজে অনেক বড় মাপের খেলোয়াড় হলেও সতীর্থদের সম্মান ও বিনয়ী মনোভাবে সবার হৃদয়ে জায়গা করেছেন অতি অল্প সময়ে।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। ঐ ম্যাচ খেলতে পুনরায় বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজার আগমনে বাংলাদেশের ফুটবলে আশার আলোর সৃষ্টি হয়েছে।

অন্য ফুটবলারদের অনেকে ক্লাবের ক্যাম্পে যোগ দেবেন, আবার অনেকে ঈদের ছুটি কাটাতে সরাসরি বাড়িতে যাবেন। ভারত ম্যাচের জন্য ২৮ ফেব্রুয়ারি জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছিল। এর কয়েকদিন আগে থেকেই স্থগিত ছিল ঘরোয়া ফুটবল।

দেড় মাস বিরতির পর ১১ এপ্রিল থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের দ্বিতীয় রাউন্ড শুরু হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের পর আবার ভারতের মাটিতে খেলল বাংলাদেশ। সেই এশিয়ান কাপ বাছাইয়ের মতো এবারও বাংলাদেশ ড্র নিয়ে ভারত ছাড়ছে। কলকাতার সল্টলেকে জয়ের সম্ভাবনা তৈরি করে শেষ মুহূর্তে গোল হজম করে এক পয়েন্ট প্রাপ্তি। এবার শিলংয়ের জওহরলাল নেহেরুতে গোল করতে না পারায় এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy