খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ২২শে মার্চ ২০২৫

আজীবন নিষিদ্ধ হওয়ার শঙ্কায় ব্রাজিলিয়ান তারকা লুকাস পাকেতা!

নেইমারের ইনজুরি আক্রান্তের দিনগুলোতে ব্রাজিলের মাঝমাঠ আর আক্রমণের সংযোগের বড় দায়িত্ব ছিল পাকেতার কাঁধে। কিন্তু ব্রাজিলের এই তারকা বর্তমানে আজীবন নিষিদ্ধ হওয়ার হুমকির মাঝে আছেন। তার বর্তমান ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডও আশঙ্কা করছে। ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ-র বিরুদ্ধে আইনি লড়াইয়ে হারতে চলেছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

 

বেটিং রুলস ভঙ্গ করা বা সহজ কথায় স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে লুকাস পাকেতার ওপর এমন নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানিয়েছে ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইল। ক্লাবের একাধিক সিনিয়র সূত্র মেইল স্পোর্টসকে জানিয়েছে, তারা এই মামলায় জয়ী হওয়ার ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী না। কারণ এরইমাঝে ক্লাব এবং খেলোয়াড়ের বিপক্ষে বেশ বড় রকমের সম্ভাবনা দেখা গিয়েছে।

ফুটবলে জুয়াড়িদের সাহায্য করতে ইচ্ছে করে কার্ড দেখার অভিযোগ রয়েছে ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামে খেলা পাকেতার বিরুদ্ধে। ইংলিশ এফএ তাদের অভিযোগএ বলেছে, ২০২২ সালের ১২ নভেম্বর লেস্টার সিটি, ২০২৩ সালের ১২ মার্চ অ্যাস্টন ভিলা, ২১ মে লিডস ইউনাইটেড ও ১২ আগস্ট বোর্নমাউথের সঙ্গে ওয়েস্ট হামের ম্যাচে ইচ্ছে করে কার্ড দেখেছেন পাকেতা।

ইংলিশ ফুটবলের আইনি ধারা E5 এবং F3 তে যা গুরুতর অভিযোগ বলে বিবেচিত। একইসঙ্গে F3 ধারা ভঙ্গের কারণে F2 আইনেও অভিযুক্ত হয়েছেন ব্রাজিলের এই তারকা। এফএ-এর নিয়ম অনুসারে, খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা এবং কোচদের বিশ্বের যেকোনো জায়গায় ফুটবলের সাথে সম্পর্কিত যেকোনো বিষয়ে সরাসরি বা পরোক্ষভাবে বাজি ধরতে নিষিদ্ধ করা হয়েছে।

আজীবন নিষিদ্ধ হওয়ার শঙ্কায় ব্রাজিলিয়ান তারকা লুকাস পাকেতা!

এফএ তাদের বিবৃতিতে জানায়,

‘তিনি ইচ্ছাকৃতভাবে রেফারির কাছ থেকে কার্ড পাওয়ার চেষ্টা করেছিলেন, যেন বেটিং মার্কেটকে প্রভাবিত করা যায়। লুকাস পাকেতার এমন আচরণের উদ্দেশ্য এই ম্যাচগুলির অগ্রগতি, আচরণ বা অন্য কোনো দিক পরিবর্তন হয়, যাতে এক বা একাধিক ব্যক্তি বাজি থেকে লাভ করতে পারে।’

যুক্তরাজ্যের বিদ্যমান ফৌজদারি আইনের বেড়াজালে বর্তমানে আটকে আছেন লুকাস পাকেতা। এই মুহূর্তে এফএ-কে কেবল এটি প্রমাণ করতে হবে, একাধিক ক্ষেত্রে পিকেতা স্পট-ফিক্সিংয়ে জড়িত ছিলেন। ওয়েস্ট হ্যাম ক্লাবের সংশ্লিষ্টরা এটিকে ‘নিষ্ঠুর’ এবং ‘খুব বড় ভুল’ হিসেবে বর্ণনা করেছেন। তাদের মতে একটি ক্যারিয়ার কেবল একটি সম্ভাব্য ‘৫১ শতাংশ’ দোষী রায়ের উপর ভিত্তি করে ধ্বংস হয়ে যেতে পারে।

আজীবন নিষিদ্ধ হওয়ার শঙ্কায় ব্রাজিলিয়ান তারকা লুকাস পাকেতা!

২০২৩ সালের আগস্টে ডেইলি মেইল জানায়, রিয়াল বেটিস ও ওয়েস্ট হাম ক্লাবের স্পন্সর পাওয়া একটি বেটিংয়ে পাকেতা জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। চলতি সপ্তাহেই এসব মামলার শুনানি শেষ হবে। আর সেখান থেকে লুকাস পাকেতার আজীবন নিষেধাজ্ঞার খবর আসতে পারে বলেই বিশ্বাস করছে পাকেতার ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy