বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব আল হাসান!
গতকালই ১৮ তম বোর্ড সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত সেখান থেকে এসেছে। অথচ পূর্বের চুক্তিনুযায়ী বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব আল হাসান!
নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিচ্ছেন কোন কোন ক্রিকেটার তাও অনেকটাই চূড়ান্ত।
তাছাড়া চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এতকিছুর মাঝেও যে বিশ্বসেরা সাকিব আল হাসান- এর নামটা আলাদাভাবেই উচ্চারিত হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা সাকিব বেশ কিছুদিন ধরেই লাল-সবুজের জার্সিটার সঙ্গ থেকে আছেন বহু দূরে।
কিন্তু গেল বছরের কেন্দ্রীয় চুক্তিতে ঠিকই ছিলেন তিনি।
আর সেই চুক্তির সাপেক্ষে বিসিবি থেকে এখনো ৪৮ লাখ (ট্যাক্স বহির্ভূত) পাওনা রয়েছে তার।
আগস্টের পর থেকেই নিজ দেশের মাটিতে অচ্ছুত হয়ে পড়েছেন সাকিব। যে কারণে খেলতে পারেননি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ।
অথচ সেই সিরিজ দিয়েই বিদায় নিতে চেয়েছিলেন সাদা পোশাকের ক্রিকেট থেকে।
এতকিছুর মাঝে বিসিবি থেকে তার পাওনা বেতনটাও রয়ে গেছে বকেয়া। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
যে কারণে ট্যাক্স বাদ দিয়ে গেল বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তার পাওনা টাকার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৪৮ লাখ পর্যন্ত!
‘সে (সাকিব) চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে। কারণ আপনি খেলুন বা নাইই খেলুন চুক্তি করা আছে। আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।’

